ভিডিও সোমবার, ১৯ মে ২০২৫

এশিয়া কাপ থেকে সরে দাঁড়াচ্ছে ভারত 

এশিয়া কাপ থেকে সরে দাঁড়াচ্ছে ভারত,ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক : আগামী মাসে নারীদের ইমার্জিং এশিয়া কাপ ও সেপ্টেম্বরে পুরুষদের এশিয়া কাপ হওয়ার কথা। দুটি টুর্নামেন্ট আয়োজনের দায়িত্ব এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) কাঁধে। এসিসি’র প্রধান পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নাকভি (তিনি আবার পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীও) হওয়ায় টুর্নামেন্ট দুটিতে অংশগ্রহণ না করার পথে হাঁটছে ভারত।

পাকিস্তানের সঙ্গে সংঘাতের পর থেকেই ভারতের এশিয়া কাপ থেকে সরে যাওয়ার গুঞ্জন। দেশটির সংবাদমাধ্যমে দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, বিসিসিআই সরে যাওয়ার কথা এসিসিকে জানিয়ে দিয়েছে। বিসিসিআইয়ের এক কর্তার উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, ‘ভারত এসিসি’র আয়োজিত টুর্নামেন্টে খেলতে পারবে না, যে সংগঠনের প্রধান একজন পাকিস্তানি মন্ত্রী। এটাই জাতির অনুভূতি। আমরা আসন্ন নারীদের ইমার্জিং এশিয়া কাপ ও পুরুষদের এশিয়া কাপ থেকে সরে যাওয়ার বিষয়ে এসিসিকে মৌখিকভাবে জানিয়েছি। ভবিষ্যতের ইভেন্টগুলোতেও আমাদের অংশগ্রহণ স্থগিত রাখা হয়েছে। আমরা ভারত সরকারের সঙ্গে অনবরত যোগাযোগ রাখছি।’

এশিয়া কাপে পাকিস্তানের গ্রুপেই আছে ভারত। পহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ ভারতীয় নিহত হওয়ার পর বিসিসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট রাজীব শুক্লা স্পষ্ঠভাবে জানিয়েছিলেন, ভারত পাকিস্তানের বিপক্ষে কোনো দ্বিপাক্ষিক সিরিজ খেলবে না। স্পোর্টস তাককে শুক্লা বলেন, ‘আমরা আক্রান্তদের পাশে এবং আমরা শোকাহত। আমাদের সরকার যা বলবে আমরা তাই করতে প্রস্তুত। আমরা পাকিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক সিরিজ খেলি না কারণ সরকারের অবস্থান তেমনটাই। এবং সামনের দিনেও পাকিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক সিরিজ খেলব না। তবে আইসিসি’র ইভেন্টের বেলায় আমরা আইসিসি’র সংশ্লিষ্টতা থাকায় খেলব। আইসিসি জানে যা কিছু ঘটছে, তারা সেটার প্রতি পদক্ষেপ নেবে।’

আরও পড়ুন

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতীয় আমের বিশাল চালান ফিরিয়ে দিলো যুক্তরাষ্ট্র

বিশ্বরেকর্ড গড়ে সপ্তম বাংলাদেশি হিসেবে শাকিলের এভারেস্ট জয়

শেহবাজের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনার প্রস্তুতি নিচ্ছে পিটিআই

রাতের মধ্যে ১৪ অঞ্চলে ঝড়ের আভাস

নিজ রাইফেলের গুলিতে ভারতীয় সেনার আত্মহত্যা

ঢালাও গায়েবি মামলাবাজির নাটক বন্ধ করেন : আশফাক নিপুন