ভিডিও মঙ্গলবার, ২০ মে ২০২৫

চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় একজনের যাবজ্জীবন

চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় একজনের যাবজ্জীবন। প্রতীকী ছবি

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবঞ্জে একশ’ গ্রাম হেরোইন বিক্রির জন্য নিজ হেফাজতে রাখার অভিযোগে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের মামলায় বদরুজ্জমান দুরুল (৩৭) নামের এক যুবককে যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত।

একই সাথে তাকে ২০ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরও ছয় মাস বিনাশ্রম কারাদেন্ডর আদেশ দেওয়া হয়েছে। আজ সোমবার (১৯ মে) বিকেলে চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতের বিচারক মো. আব্দুল্লাহ আল মামুন আসামির অনুপস্থিতিতে সাজা ঘোষণা করেন। দন্ডিত দুরুল চাঁপাইনবাবগঞ্জ পৌর হুজরাপুর রেলবাগান এলাকার মৃত ইদু মিস্ত্রীর ছেলে।

মামলার বিবরণ ও আদালত সূত্রে জানা যায় এবং অতিরক্তি পিপি ময়েজ উদ্দিন বলেন, ২০১৬ সালের ১৮ মার্চ দুপুরে র‌্যাব’র অভিযানে নিজ বাড়ি থেকে ১শ’ গ্রাম হেরাইনসহ আটক হন দুরুল। এ ঘটনায় ওইদিন চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় মামলা করেন র‌্যাব-৫ এর রাজশাহী ক্যাম্পের তৎকালীন ডিএডি বেলাল হোসেন।

আরও পড়ুন

২০১৬ সালের ৩০ এপ্রিল মামলার তদন্ত কর্মকর্তা সদর থানার তৎকালীন পরিদর্শক (তদন্ত) সারোয়ার জাহান শুধু দুরুলকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন। ১১ জনের সাক্ষ্য, প্রমাণ এবং শুনানি শেষে আদালত এই দন্ড ঘোষণা করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিরাজগঞ্জের শাহজাদপুরে আঠারো দিন পর মায়ের বুকে ফিরলো ছেলে

এক হাজার ফিলিস্তিনিকে হজ করাবেন সৌদি বাদশাহ

গাইবান্ধার পলাশবাড়ী পৌর এলাকা সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা

বগুড়ায় ভুট্টা চাষে নীরব বিপ্লব, প্রথমবার উৎপাদন ছাড়াবে ৫শ’ কোটি টাকা

নওগাঁর ধামইরহাটে লাম্পি ভাইরাসে আক্রান্ত গবাদিপশু, আতঙ্কিত কৃষক ও খামারিরা

দুর্ভোগে নাকাল কুড়িগ্রামের উলিপুর পৌরবাসী