ভিডিও রবিবার, ০৬ জুলাই ২০২৫

জাতীয় পার্টি পোষা বিড়ালের মতো নয় : মোস্তফা

জাতীয় পার্টি পোষা বিড়ালের মতো নয় : মোস্তফা

রংপুর প্রতিনিধি : জাতীয় পার্টির কো-চেয়ারম্যান মোস্তাফিজার রহমান মোস্তফা বলেছেন, জাতীয় পার্টি একটি শান্তিপূর্ণ দল। জাতীয় পার্টি পোষা বিড়ালের মতো নয়। আমাদের দুর্বল ভাববেন না। জাতীয় পার্টি দেশের তৃতীয় বৃহত্তম একটি রাজনৈতিক দল। যদি কেউ এটা মনে করেন তাহলে ১৯৯০/৯১ সালের মতো আবার রংপুরে জাতীয় পার্টি গর্জে উঠবে। আজ শনিবার (২ নভেম্বর) বিকেলে বিক্ষোভ মিছিল শেষে আয়োজিত সমাবেশে তিনি এ কথা বলেন।

মোস্তফা বলেন, জাতীয় পার্টির রাজনৈতিক ইতিহাসে কখনো কারও পার্টি অফিসে ভাঙচুর, অগ্নিসংযোগ বা কাউকে বাধা প্রদানের অভিযোগ নেই। আমরা সেভাবে রাজনীতি করতে চাই। জাতীয় পার্টির সারাদেশের দলীয় কার্যালয়ে গণঅধিকার পরিষদের অবস্থান কর্মসূচি ঘোষণার প্রতিবাদ জানিয়ে মোস্তফা বলেন, ভিপি নূরের দলকে হিসেব করার সময় আমাদের নেই।

এরপরও তাদের ঘোষণা হালকাভাবে নেইনি। সকাল থেকেই প্রতিদিনের মতো পার্টি অফিসে আমাদের নেতাকর্মীরা অবস্থান নেন। জাতীয় পার্টির কাকরাইল অফিসে  কাপুরুষের মতো যে আগুন লাগানো হয়েছে তার প্রতিবাদে আমাদের এ বিক্ষোভ সমাবেশ। আমরা এ সমাবেশ থেকে ঘোষণা দিতে চাই, ভিপি নূরকে যারা পৃষ্ঠপোষকতা করছেন, যারা পর্দার আড়াল থেকে ভিপি নূরকে প্রোগ্রাম করার জন্য সহযোগিতা করছেন, যারা জাতীয় পার্টিকে নিশ্চিহ্ন করার ষড়যন্ত্র করছেন তাদের উদ্দেশ্যে বলছি, রংপুরে আমাদের যতক্ষণ পর্যন্ত শরীরে রক্ত বহমান থাকবে ততক্ষণ পর্যন্ত আমরা কোনো চ্যালেঞ্জ গ্রহণ না করে ছাড়বো না।

আরও পড়ুন

মোস্তাফা বলেন, রংপুর-৩ আসন ও সিটি করপোরেশনসহ অনেক কিছু নিয়ে যারা স্বপ্ন দেখছেন তারা নির্বাচনে আসুন। মানুষ যদি আপনাদের ভোট দেয় তাহলে আপনারা নির্বাচিত হবেন। আমরা আপনাদের ফুলের মালা দিয়ে বরণ করে নেব। কিন্তু পেছনের দরজা দিয়ে এসে ক্ষমতা দখলের চেষ্টা মেনে নেওয়া হবে না। এটা ঢাকা নয়, এটা রংপুর। রংপুর জাতীয় পার্টির অস্তিত্ব। এ অস্তিত্ব টিকিয়ে রাখতে আমরা সবসময় প্রস্তুত।

এর আগে দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পায়রা চত্বরে সমাবেশে মিলিত হন নেতাকর্মীরা। এসময় জাতীয় পার্টির কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব ও রংপুর জেলার সদস্য সচিব হাজী আব্দুর রাজ্জাকসহ অন্য নেতারা বক্তব্য রাখেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিনাজপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৮ জন দগ্ধ

ঠাকুরগাঁওয়ের হরিপুর সীমান্তে বিজিবি-বিএসএফ সৌজন্যমূলক সাক্ষাৎ

বগুড়ার আদমদীঘিতে এতিমদের সম্পত্তি ও বসতবাড়ি দখলের অভিযোগ

পঞ্চগড় ও ঠাকুরগাঁও সীমান্ত দিয়ে আরও ২১ জনকে পুশইন করেছে বিএসএফ

জয়পুরহাটের ক্ষেতলালে সরকারি গাছ কেটে লক্ষাধিক টাকা আত্মসাতের অভিযোগ

খামারি ও গো-খাদ্যের দামের কথা চিন্তা করে দুধের দাম বাড়ানো হবে : উপদেষ্টা ফরিদা আখতার