ভিডিও রবিবার, ০৪ মে ২০২৫

দৈনিক করতোয়ায় সংবাদ প্রকাশের পর

বগুড়ার ধুনটে পল্লী বিদ্যুতের মিটার ও তার সংকটের নিরসন, গ্রাহকদের স্বস্তি

বগুড়ার ধুনটে পল্লী বিদ্যুতের মিটার ও তার সংকটের নিরসন, গ্রাহকদের স্বস্তি, প্রতীকী ছবি

ধুনট (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার ধুনট উপজেলায় পল্লী বিদ্যুতের মিটার ও সার্ভিস ড্রপ তার সরবরাহ করা হয়েছে। প্রায় ছয় মাস পর এসব সরঞ্জামের সংকট নিরসন হওয়ায় গ্রাহকদের মাঝে স্বস্তি ফিরে এসেছে। দৈনিক করতোয়ায় সংবাদ প্রকাশের পর পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ এ ব্যবস্থা গ্রহণ করেছে।

পল্লী বিদ্যুৎ কার্যালয় সূত্রে জানা যায়, এক হাজারের বেশি গ্রাহক নতুন বিদ্যুৎ সংযোগের জন্য আবেদন করেছেন। কিন্তু প্রায় ছয় মাস ধরে বন্ধ ছিল বৈদ্যুতিক মিটার, ট্রান্সফরমার ও ড্রপ তারের সরবরাহ। এ কারণে নতুন এসব আবেদনের প্রেক্ষিতে বিদ্যুৎ সংযোগ মেলেনি।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যেন গা ছাড়া দিয়ে বসে ছিলেন। অভিযোগ রয়েছে, দীর্ঘ সময় ধরে মিটার এবং তারের সংকট দেখা দিলেও বিষয়টি আমলেই নিচ্ছিলেন না সংশ্লিষ্টরা। ফলে নতুন সংযোগ বন্ধ থাকায় হয়রানী ও ভোগান্তিতে পড়েন গ্রাহকরা। ফলে সেবার মান বৃদ্ধিতে সংযোগ তার এবং মিটার সরবরাহে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত পদক্ষেপ গ্রহণের দাবি জানান গ্রাহকেরা।

এ ঘটনায় ২৫ অক্টোবর দৈনিক করতোয়ায় ধুনটে পল্লী বিদ্যুতের মিটার, ট্রান্সফরমার ও ড্রপ তার সংকটে নতুন সংযোগ বন্ধ-শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ হয়। প্রতিবেদনটি পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ আমলে নিয়ে মিটার ও সার্ভিস ড্রপ তারসহ অন্যন্য সরঞ্জামাদি সরবরাহ করেছে। এতে পল্লী বিদ্যুতের গ্রহকদের মাঝে স্বস্তি ফিরে এসেছে।

আরও পড়ুন

নতুন বিদ্যুৎ সংযোগের জন্য আবেদনকারীরা জানান, দীর্ঘদিন ধরে পল্লী বিদ্যুতের অফিসে ধরনা দিয়েও মেলেনি নতুন সংযোগ। এতে চরম হয়রানী ও দুর্ভোগের শিকার হয়েছি। গ্রাহকের এ সমস্যার বিষয়টি করতোয়া পত্রিকায় প্রকাশের পর বিদ্যুতের সরঞ্জামাদি সরবরাহ করা হয়েছে। ফলে নতুন সংযোগের কার্যক্রম শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

পল্লী বিদ্যুতের ধুনট জোনাল অফিসের এজিএম শামসুল হকে বলেন, মিটার ও সার্ভিস ড্রপ তার বরাদ্দ পাওয়া গেছে। আমরা অগ্রাধিকার ভিত্তিতে গ্রাহকদের নতুন সংযোগ চালু করে দিবো। আশা করছি এ ধরণের সমস্যা আর হবে না।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পল্টনে সাব্বির টাওয়ারের আগুন নিয়ন্ত্রণে

একদিন পেছালো খালেদা জিয়ার দেশে ফেরা

দিনাজপুরের বিরলে ২২৫ বোতল ফেনসিডিল উদ্ধার

বগুড়ার ধুনটে জমিতে বিষ দিয়ে ফসল নষ্টের অভিযোগ

বগুড়ার শেরপুরে জমে উঠেছে ধান কাটা শ্রমিকের হাট

নেটপ্রো মডেল স্কুল এন্ড কলেজ, বগুড়ায় নিয়োগ বিজ্ঞপ্তি