ভিডিও রবিবার, ৩১ আগস্ট ২০২৫

রংপুরের কাউনিয়ায় সৌদি প্রবাসীর বাড়ি থেকে নারীর লাশ উদ্ধার

রংপুরের কাউনিয়ায় সৌদি প্রবাসীর বাড়ি থেকে নারীর লাশ উদ্ধার। প্রতীকী ছবি

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি : রংপুরের কাউনিয়ায় সৌদি প্রবাসী স্বামীর বসতবাড়ি থেকে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত গৃহবধূ নূরজাহান খাতুন উপজেলার কুর্শা ইউনিয়নের উত্তর বাহাগিলীর নূর আমিন হোসেনের মেয়ে এবং একই ইউনিয়নের কুর্শা গ্রামের মহুবর রহমানের ছেলে সৌদি প্রবাসী আল আমিনের স্ত্রী।

আজ রোববার (১৩ জুলাই) সকালে ওই নারীর মরদেহ ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসি বিভাগে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ শাহ।

ওসি জানান, প্রায় পাঁচ বছর পূর্বে আল আমিন (৩০) ও নূরজাহান খাতুনের (২৫) পারিবারিকভাবে বিয়ে হয়। ওই দম্পতির চার বছর বয়সের মেয়ে সন্তান রয়েছে। প্রায় ২ বছর ধরে আল আমিন সৌদিতে অবস্থান করছে। মোবাইলে পারিবারিক বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়দিন বাকবিতন্ডামূলক কথাবার্তা হতো। আল আমিন তার স্ত্রীকে পিতাসহ নিকট আত্মীয়র বাড়িতে বেড়াতে যেত দিতো না।

স্বামীর এমন আচরণে গতকাল শনিবার বিকেলে স্বামীর বাড়িতে ঘরে দরজা বন্ধ করে স্ত্রী নূরজাহান গলায় ওড়না পেঁচিয়ে বাঁশের সঙ্গে ঝুলে আত্মহত্যা করে। পাশের বাড়ি থেকে শাশুড়ি এসে ঘরের মধ্যে ওই নারীর দেহ ঝুলতে দেখতে পায়। তার চিৎকারে প্রতিবেশীরা এসে ওই নারীর লাশ মেঝেতে নামিয়ে রাখে। খবর পেয়ে গত শনিবার রাত ৮ টায় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রবাসী স্বামীর বাড়ি থেকে ওই নারীর লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়।

আরও পড়ুন

নিহত ওই নারীর পিতা নূর আমিন বলেন, সৌদি থেকে মেয়ে জামাই তার মেয়েকে মোবাইলে প্রায়ই সময় মানসিক  নির্যাতনমূলক কথা বলতো। স্বামীর এমন মানসিক নির্যাতনমূলক কথা সহ্য করতে না পেরে তার মেয়ে মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে সন্তান সংসার ছেড়ে এমন পথ বেছে নিয়েছে।

কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ শাহ বলেন, স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক বিষয় নিয়ে মোবাইলে ঝগড়াকে কেন্দ্র করে ওই নারী আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। নিহত নারীর পিতার আবেদনের প্রেক্ষিতে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাসর রাতে নববধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে স্বামীসহ আটক ৭

নেত্রকোনায় দু’পক্ষের সংঘর্ষে ইউপি সদস্যসহ নিহত ৩

নুরের অবস্থা আগের তুলনায় ভালো : ঢামেক পরিচালক

কুড়িগ্রামে ভেজাল সার বিক্রির অভিযোগে ব্যবসায়ীর দুই লাখ টাকা জরিমানা

ডাকসুতে ফরহাদের প্রার্থিতা চ্যালেঞ্জ করে রিটের শুনানি মঙ্গলবার

রাকসু কার্যালয়ে মুখোমুখি অবস্থানে শিক্ষার্থী-ছাত্রদল, আহত ১