ভিডিও রবিবার, ৩১ আগস্ট ২০২৫

সুনামগঞ্জে দুই দিনেই মা-ছেলে খুনের রহস্য উদঘাটন

সুনামগঞ্জে দুই দিনেই মা-ছেলে খুনের রহস্য উদঘাটন

নিউজ ডেস্ক:  সুনামগঞ্জ পৌর শহরের হাসন নগর এলাকায় মঙ্গলবার নিজ বাসায় খুন হন ফরিদা বেগম (৫০) ও তার ছেলে মিনহাজ (২০)। জোড়া খুনের রহস্য দু্ই দিনেই উদঘাটন করে পুলিশ।  বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সকালে পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলন করে সুনামগঞ্জের পুলিশ সুপার আ ফ ম আনোয়ার হোসেন জানান, আইফোন ও টাকার জন্য মা-ছেলেকে হত্যা করা হয়।

এই ঘটনায় এরইমধ্যে প্রধান আসামিকে বৃহস্পতিবার ভোরে ঢাকার সাভার এলাকা থেকে গ্রেফতার করা হলেও ঘাতকের বয়স ১৮ বছরের নিচে হওয়ায় পুলিশ তার নাম প্রকাশ করেনি। সে কুরবান নগরের একটি মাদরাসার সপ্তম শ্রেণির শিক্ষার্থী।

পুলিশ জানায়, গত মঙ্গলবার (২৯ অক্টোবর) ভোরে পৌর শহরের হাসন নগর এলাকায় নিজ বাসায় খুন হন ফরিদা বেগম (৫০) ও তার ছেলে মিনহাজ (২০)। এই হত্যাকাণ্ডের রহস্য খুঁজে বের করতে পুলিশসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থা ছায়া তদন্ত শুরু করে। এক পর্যায়ে পুলিশ ঘটনার মূল রহস্য উদ্ধার করে বৃহস্পতিবার ভোরে ঢাকার সাভার থেকে জোড়া খুনের প্রধান আসামিকে গ্রেফতার করে।

আরও পড়ুন

মূলত নিহত মিনহাজের আইফোন ও তাদের ঘরে থাকা টাকা চুরির সময় মিনহাজের ঘুম ভেঙে গেলে ঘাতক ও তার বন্ধু মাছ কাটার বটি দিয়ে মিনহাজকে আঘাত করে৷ এক পর্যায়ে সে চিৎকার দিলে পাশের রুমে থাকা তার মা দৌড়ে এলে তাকেও ঘাতকরা বটি দিয়ে আঘাত করে খুন করে এবং আইফোন নিয়ে পালিয়ে যায়।

সুনামগঞ্জের পুলিশ সুপার আ ফ ম আনোয়ার হোসেন বলেন, প্রায় ১৫ দিন আগে পৌর শহরের জুবিলী উচ্চ বিদ্যালয়ের মাঠে ঘাতক ও তার বন্ধু মিলে নিহত মিনহাজের আইফোন-১১ চুরি ও তাদের ঘরে থাকা টাকা লুটের পরিকল্পনা করে। মূলত আইফোন ও টাকার জন্য এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাকসু কার্যালয়ে মুখোমুখি অবস্থানে শিক্ষার্থী-ছাত্রদল, আহত ১

গুঞ্জন নয় সত্যি, বিসিবি নির্বাচনে অংশ নিচ্ছেন তামিম ইকবাল খান

আইসিইউ থেকে কেবিনে নেওয়া হতে পারে নুরকে

নুরের শারীরিক অবস্থার খোঁজ নিলেন রাষ্ট্রপতি, বিদেশে চিকিৎসার আশ্বাস

চেয়ার-টেবিল ভেঙে রাকসু কার্যালয়ের কার্যক্রম বন্ধ দিয়েছে রাবি ছাত্রদল

প্রধানমন্ত্রী নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করল হুতিরা