ভিডিও বৃহস্পতিবার, ০১ মে ২০২৫

সুনামগঞ্জে দুই দিনেই মা-ছেলে খুনের রহস্য উদঘাটন

সুনামগঞ্জে দুই দিনেই মা-ছেলে খুনের রহস্য উদঘাটন

নিউজ ডেস্ক:  সুনামগঞ্জ পৌর শহরের হাসন নগর এলাকায় মঙ্গলবার নিজ বাসায় খুন হন ফরিদা বেগম (৫০) ও তার ছেলে মিনহাজ (২০)। জোড়া খুনের রহস্য দু্ই দিনেই উদঘাটন করে পুলিশ।  বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সকালে পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলন করে সুনামগঞ্জের পুলিশ সুপার আ ফ ম আনোয়ার হোসেন জানান, আইফোন ও টাকার জন্য মা-ছেলেকে হত্যা করা হয়।

এই ঘটনায় এরইমধ্যে প্রধান আসামিকে বৃহস্পতিবার ভোরে ঢাকার সাভার এলাকা থেকে গ্রেফতার করা হলেও ঘাতকের বয়স ১৮ বছরের নিচে হওয়ায় পুলিশ তার নাম প্রকাশ করেনি। সে কুরবান নগরের একটি মাদরাসার সপ্তম শ্রেণির শিক্ষার্থী।

পুলিশ জানায়, গত মঙ্গলবার (২৯ অক্টোবর) ভোরে পৌর শহরের হাসন নগর এলাকায় নিজ বাসায় খুন হন ফরিদা বেগম (৫০) ও তার ছেলে মিনহাজ (২০)। এই হত্যাকাণ্ডের রহস্য খুঁজে বের করতে পুলিশসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থা ছায়া তদন্ত শুরু করে। এক পর্যায়ে পুলিশ ঘটনার মূল রহস্য উদ্ধার করে বৃহস্পতিবার ভোরে ঢাকার সাভার থেকে জোড়া খুনের প্রধান আসামিকে গ্রেফতার করে।

আরও পড়ুন

মূলত নিহত মিনহাজের আইফোন ও তাদের ঘরে থাকা টাকা চুরির সময় মিনহাজের ঘুম ভেঙে গেলে ঘাতক ও তার বন্ধু মাছ কাটার বটি দিয়ে মিনহাজকে আঘাত করে৷ এক পর্যায়ে সে চিৎকার দিলে পাশের রুমে থাকা তার মা দৌড়ে এলে তাকেও ঘাতকরা বটি দিয়ে আঘাত করে খুন করে এবং আইফোন নিয়ে পালিয়ে যায়।

সুনামগঞ্জের পুলিশ সুপার আ ফ ম আনোয়ার হোসেন বলেন, প্রায় ১৫ দিন আগে পৌর শহরের জুবিলী উচ্চ বিদ্যালয়ের মাঠে ঘাতক ও তার বন্ধু মিলে নিহত মিনহাজের আইফোন-১১ চুরি ও তাদের ঘরে থাকা টাকা লুটের পরিকল্পনা করে। মূলত আইফোন ও টাকার জন্য এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জিআই পণ্যের স্বীকৃতি পেল বরিশালের আমড়া

আমরা ১৭ বছর গাছের গোড়ায় পানি ঢেলেছি, এখন ফল খাচ্ছেন আপনারা : মির্জা আব্বাস

নড়াইল জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি গ্রেফতার

নেত্রকোনায় বজ্রপাতে কৃষকের মৃত্যু

ভারতের বিরুদ্ধে বিক্ষোভে নামল পাকিস্তানের হিন্দু সম্প্রদায়

শ্রমিকদলের আয়োজিত সমাবেশে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের অংশগ্রহণ