ভিডিও

বন্যায় ক্ষতিগ্রস্ত খামারিদের জন্য ১৫ টন গো-খাদ্য পাঠাল কাহালুর নিউ হোপ এ্যানিমেল নিউট্রিশন

প্রকাশিত: সেপ্টেম্বর ১০, ২০২৪, ১১:০৭ রাত
আপডেট: সেপ্টেম্বর ১০, ২০২৪, ১১:০৭ রাত
আমাদেরকে ফলো করুন

কাহালু (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার কাহালু উপজেলার নিউ হোপ এ্যানিমেল নিউট্রিশন বাংলাদেশ কোম্পানির পক্ষ থেকে বন্যায় ক্ষতিগ্রস্ত খামারিদের জন্য ১৫ টন গো-খাদ্য পাঠানো হয়েছে। আজ মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) বিকেলে কোম্পানির বাংলাদেশের চেয়ারম্যান হ্য ছুয়ান শুইয়ের নির্দেশনায় ঢাকার সাভারে কেন্দ্রীয় গো-প্রজনন ও দুগ্ধ খামারে এই ত্রাণ সামগ্রী পাঠানো হয়।

এ কর্মসূচিতে প্রতিনিধিত্ব করেন নিউ হোপ বগুড়ায় চাইনিজ ম্যানেজমেন্টের পক্ষ থেকে জেনারেল ম্যানেজার শু হংবিং।

উল্লেখ্য, গত ২৬ আগস্ট নিউ হোপ এগ্রোটেক বাংলাদেশ লিমিটেড এবং নিউ হোপ ফিড মিল বাংলাদেশ লিমিটেড বন্যার্তদের ত্রাণ হিসেবে ১২ লাখ টাকার বিশুদ্ধ বোতলজাত পানিসহ শুকনো খাবার বিস্কুট ও প্যাকেট দুধ প্রদান করা হয়।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS