ভিডিও মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫

রোনাল্ডোর পেনাল্টি মিসে কিংস কাপ থেকে বিদায় আল নাসরের

রোনাল্ডোর পেনাল্টি মিসে কিংস কাপ থেকে বিদায় আল নাসরের, ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক : সৌদি আরবের শীর্ষ নকআউট টুর্নামেন্টের ম্যাচটিতে ৭১ মিনিটে ওয়ালিদ আল-আহমেদের করা গোলটিই শেষ পর্যন্ত ম্যাচের ফল নির্ধারণ করে দিয়েছে। তবে যোগ করা সময়ের পঞ্চম মিনিটে আল-আহমেদই নিজেদের পেনাল্টি বক্সে ফাউল করে আল নাসরকে সুযোগ এনে দেয় ম্যাচে ফেরার। কিন্তু রোনাল্ডো সেই সুযোগ কাজে লাগাতে পারেনি। 

শেষ মুহূর্তে দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ের খেলা চলছিল। ০-১ গোলে পিছিয়ে আল নাসর। সেই সময়  পেনাল্টি পেল আল নাসর। কিন্তু সেই পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হলেন ক্রিস্টিয়ানো রোনাল্ডো। মঙ্গলবার রাতে পর্তুগিজ তারকার ব্যর্থতায় সৌদি আরবের কিংস কাপ থেকে বিদায়ঘণ্টা বেজে গেল আল নাসরের। শেষ ষোলোর ম্যাচটি ১-০ গোলে জিতে আল-তাউয়ুন উঠে গেছে কোয়ার্টার ফাইনালে।
অন্যদিকে রোনাল্ডোদের বিদায়ের দিনে কোয়ার্টার ফাইনালে উঠেছে নেইমারের আল হিলাল। খেলায় আল তাই ক্লাবকে ৪-১ গোলে হারিয়েছে দলটি। সেই সুযোগ যে আল নাসর নিতে পারেনি, সেটি তো আগেই বলা হয়েছে। সৌদি ক্লাবটিতে যোগ দেওয়ার পর নেওয়া প্রথম ১৮ পেনাল্টিতেই গোল করা রোনাল্ডো কাল বারের ওপর দিয়ে বাইরে মারেন। রোনাল্ডোরা কিংস কাপ থেকে বিদায় নিলেও এ মৌসুমে এখনো দুটি শিরোপা জয়ের সম্ভাবনা আছে আল নাসরের। তবে সৌদি প্রো লিগে আট ম্যাচ শেষেই শীর্ষ দল আল হিলালের চেয়ে ৬ পয়েন্ট পেছনে আল নাসর। এছাড়া এশিয়ান চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বে খেলছে দলটি, যেখানে তিন ম্যাচে ৭ পয়েন্ট তাদের।

আরও পড়ুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুলাইয়ের নারীদের শ্রদ্ধায় ঢাবিতে অনন্য ড্রোন শো

রংপুরের কাউনিয়ায় ঘরে ঢুকে শ্লীলতাহানির চেষ্টা যুবক গ্রেফতার

নাটোরের বাগাতিপাড়ায় সড়ক প্রকল্পে অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান

রাজাকার রাজাকার স্লোগানে ফের উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয়

বিচারিক আদালতে তারেক-জুবাইদার বিচার নিরপেক্ষ হয়নি : হাইকোর্ট

বগুড়ার ধুনটে অপহৃত মাদরাসাছাত্রী পাঁচ দিন পর উদ্ধার, পল্লী চিকিৎসক গ্রেফতার