ভিডিও সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫

ইয়ামালের গায়ে স্পেনের ১০ নম্বর জার্সি

ইয়ামালের গায়ে স্পেনের ১০ নম্বর জার্সি, ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক : বার্সেলোনার উঠতি তারকা লামিন ইয়ামাল স্পেনের হয়ে নতুন আইকনিক জার্সি নম্বর গ্রহণ করেছেন। ইউরোপীয় নেশনস লিগে ডেনমার্কের বিপক্ষে ম্যাচের আগে নিজের পুরোনো ১৯ নম্বর জার্সি ছেড়ে দিয়েছেন তিনি এবং এবার গায়ে তুলছেন স্পেনের ঐতিহাসিক ১০ নম্বর জার্সি।

ইএসপিএন দেপোর্তেসের এক প্রতিবেদনে বলা হয়েছে, ১৭ বছর বয়সী এই ফুটবল প্রতিভা তার ১৯ নম্বর জার্সি ছেড়ে এবার ১০ নম্বর জার্সি পরবেন। তার বার্সেলোনা সতীর্থ দানি ওলমো এই জার্সি স্পেনের হয়ে পরতেন, তবে তিনি বর্তমানে ইনজুরিতে ভুগছেন। যদিও এই জার্সি ইয়ামাল স্থায়ীভাবে পাবেন কি না, তা এখনো নিশ্চিত নয়। ডেনমার্কের বিপক্ষে শনিবার স্পেনের হয়ে ১০ নম্বর জার্সি পরে মাঠে নামবেন ইয়ামাল। এই জার্সি স্পেনের হয়ে কিংবদন্তি খেলোয়াড়রা পরেছেন, যেমন সেস ফ্যাব্রেগাস এবং রাউল। এর ফলে বার্সেলোনার এই উঠতি তারকা স্পেনের ফুটবল ইতিহাসে একটি সম্মানজনক স্থান দখল করছেন। বার্সেলোনার হয়ে তিনি এখনো ১৯ নম্বর জার্সি পরেন, তবে স্পেনের জাতীয় দলে ১০ নম্বর জার্সির মালিক হয়ে যাচ্ছেন।

স্পেনের হয়ে লামিন ইয়ামাল যে ১০ নম্বর জার্সি পরবেন, তা ভবিষ্যতে বার্সেলোনাতেও তার জন্য প্রযোজ্য হতে পারে বলে অনেকেই ধারণা করছেন। তবে বর্তমানে এই জার্সি আনসু ফাতির দখলে রয়েছে। ২২ বছর বয়সী ফাতির ভবিষ্যৎ নিয়ে জল্পনা চলছে এবং তিনি জানুয়ারিতে ক্লাব ছেড়ে যেতে পারেন বলে গুঞ্জন রয়েছে। যদি তিনি চলে যান, তাহলে বার্সেলোনায় ইয়ামাল হয়তো এই আইকনিক জার্সিটি পেতে পারেন, যা অতীতে লিওনেল মেসি, রোনালদিনহো এবং রিভালদো পড়েছিলেন।
লামিন ইয়ামাল স্পেনের হয়ে ডেনমার্কের বিপক্ষে ইউরোপীয় নেশনস লিগের ম্যাচে মাঠে নামবেন এবং পরবর্তী ম্যাচটি সার্বিয়ার বিপক্ষে। গত গ্রীষ্মে ইউরো ২০২৪ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা এই ফুটবলারকে নিয়ে বড় প্রত্যাশা রয়েছে।

আরও পড়ুন

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লালমনিরহাটে নজর কাড়ছে রোপা-আমন ক্ষেত

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের ধাক্কায় অটোরিকশার চালকসহ নিহত ২

তারেক রহমানের উপহার পেলেন ক্ষুদে ফুটবলার জিসান, নিলেন দায়িত্ব 

ডেঙ্গু : আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ৬৩৬

ভাঙ্গা থানা ও উপজেলা পরিষদে হামলা-ভাঙচুর, পুলিশকে ধাওয়া

আগস্টে সড়কে নিহত ৪২৮ জন : রোড সেফটি ফাউন্ডেশন