ভিডিও শনিবার, ২৬ এপ্রিল ২০২৫

পরের ব্যালন ডি’অরের এমবাপ্পের হাতে দেখছেন রোনালদো

পরের ব্যালন ডি’অরের এমবাপ্পের হাতে দেখছেন রোনালদো, ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক : বছরের পর বছর ধারাবাহিক পারফরম্যান্স করে অসংখ্য ব্যক্তিগত পুরস্কার জিতেছেন রোনালদো। এর মধ্যে নিশ্চিতভাবেই অন্যতম ব্যালন ডি’অর। পাঁচবার জিতেছেন সোনালি পুরস্কারটি। আটবারের ব্যালন ডি’অর জয়ী লিওনেল মেসির সঙ্গে পুরস্কারটাকে এক সময় পারিবারিক বানিয়ে ফেলেছিলেন তিনি।

এখন তারা ক্যারিয়ারের গোধূলি লগ্নে। দুজনেরই এবার জায়গা হয়নি ৩০ সদস্যের তালিকাতে। দুজনের সেই ব্যাটন আগামীতে কার হাতে থাকবে তা নিয়ে আলোচনা শুরু হয়ে গেছে। এই আলোচনায় এবার যোগ দিয়েছেন রোনালদোও। চারজনের নাম জোরেশোরে শোনা যাচ্ছে। তারা হচ্ছেন-কিলিয়ান এমবাপ্পে, ভিনিসিয়ুস জুনিয়র, জুড বেলিংহাম ও আর্লিং হালান্ড। এদের মধ্যে এমবাপ্পেকে এগিয়ে রেখেছেন পর্তুগিজ তারকা।

নিজের ইউটিউব চ্যানেল ইউআর রোনালদোতে প্রকাশিত ভিডিওতে এমনটিই জানিয়েছেন রোনালদো। ভিডিওতে তার সঙ্গে কথা বলতে দেখা গেছে ম্যানচেস্টার ইউনাইটেড ও ইংল্যান্ডের সাবেক ডিফেন্ডার রিও ফার্ডিনান্ডকে। এমবাপ্পেকে নিয়ে আল নাসরের অধিনায়ক বলেছেন,‘আমি মনে করি, এমবাপ্পে ভালো করবে। ক্লাবের (রিয়াল মাদ্রিদ) কাঠামো... সুন্দর এবং ভালো। তাদের দুর্দান্ত একজন কোচ আছেন এবং অনেক বছর ধরেই ফ্লোরেন্তিনো পেরেজ সভাপতি আছেন।’ এমবাপ্পের ব্যালন ডি’অর জেতা নিয়ে রোনালদো বলেছেন, ‘প্রতিভার কারণে তার পুরস্কার পাওয়াটা কঠিন হবে না। এমবাপ্পে পরের ব্যালন ডি অর জয়ী হতে পারে। এছাড়া হালান্ড, বেলিংহাম ও লামিনেরাও আছে।’

আরও পড়ুন

চ্যাম্পিয়নস লিগে রিয়াল ভাগ্যকে পাশে পায় বলে অনেকে মনে করেন। তবে রোনালদো এটা মানতে রাজি নন। তিনি বলেছন, ‘মাদ্রিদ এমন একটা দল যারা চাপের মধ্যে থাকে না। লোকজন বলে চ্যাম্পিয়নস লিগে রিয়াল ভাগ্যেকে পাশে পায়। না, তারা ভাগ্যবান নয়। এমন মুহূর্তের জন্য তারা তৈরিই থাকে। বার্নাব্যুর আবহটাই অন্যরকম।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নওগাঁয় সারি সারি তালগাছ রোপণ করে দৃষ্টান্ত স্থাপন করেছেন অধ্যক্ষ আরিফ

বগুড়ার নন্দীগ্রামে ব্যাটারি চালিত মিনিবাস যাত্রীসেবায় নতুন দিগন্ত

বগুড়ার সান্তাহার এলএসডি ভারপ্রাপ্ত কর্মকর্তা সাময়িক বরখাস্ত

বগুড়ার আদমদীঘিতে ডিবির অভিযানে ১০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

বগুড়ায় নিবির মিয়া নামের এক যুবক ছুরিকাহত

নেত্রকোনা থেকে বগুড়ার আ’লীগ নেতা গ্রেফতার