ভিডিও বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫

ডিম আগে না মুরগি আগে-তর্কে জড়িয়ে বন্ধুকে হত্যা!

ডিম আগে না মুরগি আগে-তর্কে জড়িয়ে বন্ধুকে হত্যা!, ছবি সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক : ডিম আগে নাকি মুরগি আগে-এমন প্রশ্ন নিয়ে বিতর্কের জেরে ইন্দোনেশিয়ায় এক ব্যক্তি তার বন্ধুকে ছুরিকাঘাতে হত্যা করেছে বলে জানিয়েছে পুলিশ। এক প্রতিবেদনে খবরটি জানিয়েছে স্ট্রেইটস টাইমস।

সংবাদ মাধ্যমটির প্রতিবেদনে বলা হয়, ৪৭ বছর বয়সী কাদির মার্কাসকে গত ২৪ জুলাই দক্ষিণ-পূর্ব সুলাওয়েসির মুনা রিজেন্সির টংকুনো জেলার একটি গ্রামে ‘বদিক’ নামক এক ধরনের ছুরি দিয়ে ১৫ বার ছুরিকাঘাত করে অভিযুক্ত। ফৌজদারি তদন্ত ইউনিটের রিজেন্সি প্রধান লা ওদে আরসাংকা বলেন, ‘ডিআর নামের আদ্যক্ষর দিয়ে চিহ্নিত ওই অপরাধী ভুক্তভোগী কাদিরের কাছে প্যারাডক্সিক্যাল ওই প্রশ্নটি করেছিল।

আরও পড়ুন

এ নিয়ে দুজনের মধ্যে তর্ক শুরু হয় এবং কিছুক্ষণ পর কাদির সেখান থেকে উঠে চলে যেতে চান। কিন্তু এসময় দৌড়ে এসে নিজের বন্ধুকে ছুরিকাঘাত করে ডিআর। টংকুনো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইপতু আব্দুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সন্দেহভাজন ব্যক্তিকে আটক করা হয়েছে। ব্যবহৃত ছুরি এবং সন্দেহভাজন ব্যক্তির পরা এক জোড়া ট্রাউজারও জব্দ করেছে পুলিশ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুড়িগ্রামের রাজারহাটে অবৈধ জাল জব্দ করে আগুনে পুড়ে ধ্বংস

ঠাকুরগাঁওয়ে বিষাক্ত সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু

বগুড়ায় বিশিষ্ট ব্যবসায়ী রেজাউল বারী ঈসার ইন্তেকাল

লালমনিরহাটে তিস্তার পানি বিপৎসীমা ছুঁই ছুঁই নিম্নাঞ্চলের মানুষকে সতর্ক থাকার পরামর্শ

পাসপোর্ট ছাড়া জেদ্দা গিয়ে আটক বিমানের পাইলট

জুলাই সনদ দৃশ্যমান বিচার ও পিআর পদ্ধতিতে নির্বাচন দিন : আবিদুর রহমান সোহেল