ফের গুরুত্বপূর্ণ বৈঠকে বসছেন মোদি

জম্মু-কাশ্মিরে বন্দুকধারীদের হামলায় ২৬ জন নিহত হওয়ার পর দ্বিতীয়বারের মতো মন্ত্রীসভার নিরাপত্তা বিষয়ক কমিটির গুরুত্বপূর্ণ বৈঠকে বসবেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বুধবার (৩০ এপ্রিল) মোদি ও অন্যান্য মন্ত্রীদের মধ্যে গুরুত্বপূর্ণ কয়েকটি বৈঠক হবে বলে জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি।
মন্ত্রীসভার নিরাপত্তা বিষয়ক কমিটি ভারতের নিরাপত্তা বিষয়ক সর্বোচ্চ সিদ্ধান্ত নিয়ে থাকে। বুধবার সকাল ১১টায় বৈঠকটি হবে। এতে ভারতের নিরাপত্তা প্রস্তুতি নিয়ে আলোচনা হতে পারে। এর আগে গত বৃহস্পতিবার সিসিএসের সঙ্গে বৈঠকের পর পাকিস্তানের সঙ্গে সীমান্ত বন্ধ, সিন্ধু নদের চুক্তি বাতিলসহ বিভিন্ন সিদ্ধান্ত নেন মোদি।
নিরাপত্তা বিষয়ক কমিটির বৈঠকের পর রাজনীতি বিষয়ক কমিটির (সিসিপিএ) সঙ্গে আলোচনায় বসবেন ভারতীয় প্রধানমন্ত্রী। এই কমিটিতে আছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, যোগাযোগমন্ত্রী নিতিন গড়কড়ি, স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা, অর্থমন্ত্রী নির্মলা সীতারামণ এবং অন্যান্য জ্যেষ্ঠ মন্ত্রীরা। রাজনীতি বিষয়ক কমিটির বৈঠকের পর মোদি অর্থনীতি বিষয়ক কমিটির সঙ্গেও আলোচনায় মিলিত হবেন।
আরও পড়ুনগত বৃহস্পতিবারের বৈঠকের পর পাকিস্তানের বিরুদ্ধে বেশ কিছু ব্যবস্থা নেওয়ার পর দেশের সশস্ত্র বাহিনীকে সতর্ক অবস্থায় রাখা ও কাশ্মির হামলাকারীদের বিচারের মুখোমুখি করার কথা জানায় ভারত সরকার।
মন্তব্য করুন