ভিডিও শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫

শপথ নিলেন ‘অভিনয় শিল্পী সংঘ’র নব-নির্বাচিত’রা

শপথ নিলেন ‘অভিনয় শিল্পী সংঘ’র নব-নির্বাচিত’রা

অভি মঈনুদ্দীন ঃ ‘অভিনয় শিল্পী সংঘ’ বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী সংগঠন। এই সংগঠনের মূল কাজ হলো শিল্পীদের কল্যাণে কাজ করে যাওয়া।

গত ১৯ এপ্রিল রাজধানীর শিল্পকলা একাডেমি’তে ‘অভিনয় শিল্পী সংঘ নির্বাচন ২০২৫-২০২৮’ মেয়াদের নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে নতুন কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন আজাদ আবুল কালাম। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন রাশেদ মামুন অপু।

গত ২৩ এপ্রিল বুধবার সন্ধ্যায় রাজধানীর নিকেতনে অবস্থিতি ‘অভিনয় শিল্পী সংঘ’র অফিসে নির্বাচিত সকল সদস্যরা শপথ গ্রহন করেন। শপথবাক্য পাঠ করান সংঘের প্রধান নির্বাচন কমিশনার অভিনেতা খায়রুল আলম সবুজ এবং নির্বাচন কমিশনার অভিনেতা ফারুক আহমেদ। এ সময় বিগত কমিটির সভাপতি আহসান হাবিব নাসিমসহ অনেকে উপস্থিত ছিলেন। ভোটে ২১টি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন ৪০জন প্রার্থী। সহ-সভাপতি পদে বিজয়ী হয়েছেন আজিজুল হাকিম, মো. ইকবাল বাবু ও শামস সুমন। যুগ্ম-সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন সুজাত শিমুল ও রাজিব সালেহীন। সাংগঠনিক সম্পাদক হয়েছেন মাসুদ রানা মিঠু। তথ্য ও প্রযুক্তি সম্পাদক নির্বাচিত হয়েছেন আর এ রাহুল। অর্থ সম্পাদক পদে নুরে আলম নয়ন এবং দপ্তর সম্পাদক পদে তানভীর মাসুদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন। অনুষ্ঠান সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন এম এ সালাম সুমন। আইন ও কল্যাণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন সূচনা সিকদার। প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে হয়েছেন মুকুল সিরাজ। সাতটি কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন শিউলী শিলা, ইমরান হোসেন, জুলফিকার চঞ্চল, এনায়েতুল্লাহ সৈয়দ (শিপলু), আবু রাফা নাঈম, রেজাউল রাজু, তুহিন চৌধুরী।

আরও পড়ুন

গত ২৩ এপ্রিল শপথ নেবার পর নব-নির্বাচিত সভাপতি আজাদ আবুল কালাম বলেন,‘ শিল্পীদের কল্যাণে সংগঠনের সব সদস্যদের সঙ্গে নিয়ে কাজ করতে চাই। অভিনয় শিল্পী সংঘ যেন দেশের সংস্কৃতি অঙ্গনের অন্যান্য সংগঠনের কাছে দৃষ্টান্ত হয়ে থাকে, অনুপ্রেরণার হয় সেই লক্ষ্যে কাজ করে যাবো আমরা। আরেকটা কথা বলতে চাই, পরিচিতি সভায় অনেকেই অনেক পরিকল্পনার কথা বলেছিলেন। কেউ কেউ নির্বাচিত হয়েছেন, কেউ কেউ নির্বাচিত হতে পারেননি। কিন্তু তাই বলে সেই পরিকল্পনা বাদ যায়নি। সেই পরিকল্পনাগুলো নিয়েই আমরা কাজ করবো আগামীতে।’

সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু বলেন, ‘ আগামী তিনটা বছর অনেকগুলো সিচুয়েশনের মধ্যদিয়ে আমাদেরকে যেতে হবে। আমাদের এই সময় ঐক্যবদ্ধ হয়ে থাকার প্রয়োজন। সাংবাদিক এবং অভিনয়শিল্পী আমরা একই মাধ্যমের একে অপরের পরিপূরক। সাংবাদিকরা আমাদের কাছ থেকে সর্বোচ্চ সহযোগিতা পাবেন, সেইসাথে সাংবাদিক ভাই বোনদের কাছ থেকেও সর্বোচ্চ সহযোগিতা আশা করছি। কারণ প্রতিটা মুহুর্তে আমাদের একে অপরকে প্রয়োজন। আমাদের অগ্রজরা কিছু কাজ সম্পন্ন করে যেতে পারেননি, সেসব কাজও আমরা আস্তরিকতা দিয়েই শেষ করবো। অভিনয় শিল্পী সংঘের মূল লক্ষ্যই হচ্ছে শিল্পীদের কল্যাণে কাজ করে যাওয়া। তাই শিল্পীদের কল্যাণের জন্য যা যা করণীয় তাই করতে চাই। শিল্পী, সাংবাদিক আমরা সবাই একসঙ্গে কাজ করে যাবো।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার  ধুনটে সালাম দেওয়াকে কেন্দ্র করে অধ্যক্ষসহ ৩ জনকে কপিয়ে জখম, গ্রেফতার ১

বগুড়ার শেরপুরে অমল চন্দ্র নামের এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার

গাইবান্ধায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে পত্রিকা বিক্রেতা আনিছ নিহত

রাজশাহীতে মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাবা খুনের ঘটনায় আরও ২ জন গ্রেফতার

প্রবাসীকে লিবিয়ায় অপহরণ করে মুক্তিপণ দাবি, গ্রেফতার ১

সিরাজগঞ্জের শাহজাদপুরে মাদকাসক্ত যুবকের আত্মহত্যা