ভিডিও শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫, ৫ পৌষ ১৪৩২

প্রকাশ : ২০ ডিসেম্বর, ২০২৫, ০৯:৩৮ রাত

নিজেকে বদলানোর পেছনে রয়েছে সময়ের সঠিক ব্যবহার: শাকিব খান

নিজেকে বদলানোর পেছনে রয়েছে সময়ের সঠিক ব্যবহার: শাকিব খান

ঢাকাই সিনেমার সবচেয়ে বড় তারকা শাকিব খান কীভাবে বারবার নিজেকে নতুনভাবে উপস্থাপন করেন এ প্রশ্ন ভক্তদের মধ্যে বহুদিনের। সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে দেওয়া একটি ছবির মন্তব্য ঘরে এমনই এক প্রশ্নের মুখোমুখি হন এই জনপ্রিয় অভিনেতা।
 
ওই ভক্ত শাকিব খানকে মেনশন করে লেখেন, “ভাই কেমনে সম্ভব? একটা মানুষ এতো তাড়াতাড়ি কীভাবে নিজেকে চেঞ্জ করে ফেলে?”
 
ভক্তের এমন কৌতূহলের জবাবে শাকিব খান বলেন, নিজেকে বদলানোর পেছনে রয়েছে সময়ের সঠিক ব্যবহার, অভিজ্ঞতা আর শেখার প্রবল আগ্রহ।
ইনস্টাগ্রামে দেওয়া উত্তরে তিনি লেখেন,“সময়, অভিজ্ঞতা আর শেখার ইচ্ছা থাকলে যে কেউ নিজেকে বদলে ফেলতে পারে। যারা এগোনো বন্ধ করে, তারা পিছিয়ে পড়ে। আমি থেমে থাকি না, নিরন্তর চেষ্টা করি, বদলাই, আর বিশ্বাস করি প্রতিটি দিন নিজেকে আরও ভালোভাবে গড়ে তোলার একটি সুবর্ণ সুযোগ।”
 
তিনি ওই ভক্তের উদ্দেশে আরও উৎসাহব্যঞ্জক বার্তা দিয়ে বলেন,“চেষ্টা করো, তুমিও এটা পারবে।”
 
শাকিব খানের এই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ইতোমধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। অনেক ভক্তই তার মন্তব্যকে অনুপ্রেরণামূলক হিসেবে উল্লেখ করছেন।
 
প্রসঙ্গত, দীর্ঘ আড়াই দশকের ক্যারিয়ারে শাকিব খান শুধু অভিনয় নয়, বরং চরিত্র নির্বাচন, শারীরিক প্রস্তুতি ও পর্দার উপস্থিতিতে ধারাবাহিক পরিবর্তনের মাধ্যমে নিজেকে সময়োপযোগী করে তুলেছেন। সবশেষ তিনি ‘সোলজার’ নামের একটি সিনেমায় অংশ নিয়েছেন। সামনে বহুল প্রতীক্ষিত বড় বাজেটের ‘প্রিন্স’-এর শুটিংয়ে অংশ নিবেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিজেকে বদলানোর পেছনে রয়েছে সময়ের সঠিক ব্যবহার: শাকিব খান

আপনি জিতে গেছেন হাদি, দেশকে দেখিয়ে দিয়েছেন: ইরফান সাজ্জাদ

জয়পুরহাটের ক্ষেতলালে সমাজসেবা অফিসে ঝুলন্ত অবস্থায় অফিস সহায়কের মরদেহ উদ্ধার

কাপ্তাই হ্রদের কায়াকিং করতে গিয়ে পানিতে ডুবে পর্যটকের মৃত্যু

বগুড়ায় শহিদ হাদির গায়েবানা জানাজায় মানুষের ঢল

বগুড়ায় ৮ম শ্রেণির স্কুলছাত্র সীমান্ত নিখোঁজ