ভিডিও শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান

“জনগণের সমর্থন ও রায় নিয়ে বিএনপি নেতৃবৃন্দ এই সংস্কার কার্যক্রম শুরু করবে”

“জনগণের সমর্থন ও রায় নিয়ে বিএনপি নেতৃবৃন্দ এই সংস্কার কার্যক্রম শুরু করবে”, ফাইল ছবি

পঞ্চগড় ও ঠাকুরগাঁও প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, যুদ্ধ ছাড়া শিশুদের হত্যা করা হয় না। কিন্তু গণ অভ্যুত্থানে ১০০ শিশুকে হত্যা করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৪ এপ্রিল) বিকেলে পঞ্চগড় পৌরসভা চত্বরে রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তি প্রশিক্ষণ কর্মশালায় ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, সংস্কার তো জিয়াউর রহমানের সময় থেকে শুরু হয়েছে। এখন যে সংস্কারের কথা বলা হচ্ছে, টিভিতে টকশোতে সহ সবক্ষেত্রে তা বিএনপির ৩১ দফাতেই আছে। সংস্কার কার্যক্রম একটি চলমান প্রক্রিয়া। জনগণের সমর্থন ও রায় নিয়ে বিএনপির নেতৃবৃন্দ এই সংস্কার কার্যক্রম শুরু করবে। জনমানুষের যে প্রশ্ন যে চাওয়া, তার সাথে একটি মহলের চাওয়ার অমিল রয়েছে। তবে বিএনপি সফল একটি রাজনৈতিক দল হিসেবে সমাজের বিভিন্ন শ্রেণি পেশার মানুষের দাবি দাওয়া নিয়ে সংস্কার কার্যক্রম চালাবে বলেও জানান তিনি।
তিনি আরও বলেন, আমরা যেই সংগ্রাম নিয়ে রাজপথে নেমে এসেছিলাম বিগত ১৫ বছরে গণতন্ত্র প্রতিষ্ঠায়। যেই সংগ্রামের জন্য আমাদের বহু নেতাকর্মী গুম খুনের শিকার হয়েছেন। বহু নেতাকর্মী আমাদের পঙ্গুত্ব বরণ করেছেন। তাদের এই বলিদানকে কোনভবে বৃথা যেতে দেয়া যাবে না।
তারেক রহমান দলীয় কার্যক্রম গতিশীল করতে ৩১ দফা নিয়ে জনগণের বাড়ি বাড়ি যেতে ও জনসম্পৃক্তা বাড়াতে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন। এর আগে দলের অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মাধ্যমে পঞ্চগড় জেলার সাধারণ মানুষের চাওয়া পাওয়ার কথা শুনে উত্তর দেন তিনি। 
কর্মশালায় জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চুর সভাপতিত্বে জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ বক্তব্য রাখেন। 
কর্মশালায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা ড. মাহাদী আমিন, কেন্দ্রীয় কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এ বি এম মোশাররফ হোসেন, কেন্দ্রীয় কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও পঞ্চগড় জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ, বিএনপির কেন্দ্রীয় সহ-প্রশিক্ষণ সম্পাদক রেহানা আক্তার রানুসহ জেলা, উপজেলা, পৌর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের দুই শতাধিক নেতাকর্মী  উপস্থিত ছিলেন।
একই কর্মশালায় তারেক রহমান ঠাকুরগাঁও ও দিনাজপুরের নেতাকর্মীদের সাথে মতবিনিময় করে বক্তব্য রাখেন ও নেতাকর্মীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
ঠাকুরগাঁও : বিএনপির যুগ্ম মহাসচিব ও লক্ষ্মীপুর বিএনপির আহবায়ক শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, আমাদের লক্ষ্য একটাই এই বাংলাদেশ একটা স্বাভাবিক রাজনীতি, সামাজিক সমাজ ব্যবস্থা, একটা নতুন সুশাসনের মধ্যদিয়ে মানুষের মধ্যে সম্প্রীতি, সৌহার্দ নিয়ে আসতে হবে। যেখানে হানাহানি, বিদ্বেষ, প্রতিহিংসার উর্ধ্বে উঠে পুরো জাতিকে ঐক্যবদ্ধ করে আমারা এগিয়ে যেতে পারি। একটা সুন্দর বাংলাদেশ গড়ার। আগামীর বাংলাদেশটা যেন আগামী প্রজন্মের জন্য সুন্দর হয়। আজকে যাদের বয়স খুব কম, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে পড়ছে, তার ভবিষ্যৎ, তার চিন্তা, তার জন্য বাংলাদেশ। নবীন-প্রবীণদের সমন্বয়ে এই বাংলাদেশটাকে সুন্দর করাই হলো আমাদের লক্ষ্য। 
আজ বৃহস্পতিবার (২৪ এপ্রিল) শহরের গোবিন্দনগস্থ উন্নয়ন সংস্থা ইএসডিও’র জয়নাল আবেদীন মিলনায়তনে ঠাকুরগাঁও জেলার আওতাধীন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের জন্য রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালায় তিনি উপরোক্ত কথা বলেন। 
বিএনপির কেন্দ্রীয় প্রশিক্ষণ বিষয়ক কমিটি ও ঠাকুরগাঁও জেলা বিএনপির যৌথ আয়োজনে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র মির্জা ফয়সল আমীনের সভাপতিত্বে বক্তব্য দেন, প্রধান অতিথি (ভার্চুয়ালী) বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, বিশেষ অতিথি (ভাচুয়ালী) বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রশিক্ষণ কর্মশালার প্রধান প্রশিক্ষক বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক সচিব ইসমাইল জমিউল্লাহ, প্রশিক্ষক লক্ষ্মীপুর জেলা বিএনপির আহবায়ক বিএনপির যুগ্ম মহাসিচব ও মিডিয়া সেলের সদস্য সচিব শহিদ উদ্দীন চৌধুরী এ্যানি, কেন্দ্রীয় বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক সাবেক এমপি রাশেদা বেগম হিরা, রংপুর বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক মো: আব্দুল খালেক, সাবেক এমপি ও কেন্দ্রীয় বিএনপির সহ ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক এড. নেওয়াজ হালিমা আরলী প্রমুখ। 
অনুষ্ঠান সঞ্চালনা করেন কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল ও কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল। 
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও-৩ আসনের সাবেক সংসদ সদস্য মো: জাহিদুল ইসলাম জাহিদ, জেলা বিএনপির সহ সভাপতি মো: আল মামুন আলম, যুগ্ম সাধারণ সম্পাদক মো: পয়গাম আলী, সাংগঠনিক সম্পাদক মো: দেলোয়ার হোসেন, এস,এম মজিদুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি মো: শরিফুল ইসলাম শরিফ, সদর উপজেলা বিএনপির সভাপতি মো: আব্দুল হামিদসহ জেলা বিএনপি, সদর উপজেলা বিএনপি, পৌর বিএনপি, স্বেচ্ছাসেবকদল, যুবদল, ছাত্রদল ও বিএনপির সহযোগি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ও ৭ শতাধিক প্রশিক্ষণার্থী। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে লুট হওয়া মালামাল উদ্ধার, চালকসহ আটক ৩

পারভেজ হত্যাকাণ্ডের সূত্রপাতের সেই দুই তরুণী আটক

পরীক্ষা দিতে যাওয়ার সময় দুই শিক্ষার্থীকে কুপিয়ে জখম

শিল্পাচার্য জয়নুল আবেদিনের স্ত্রী জাহানারা আবেদিন মারা গেছেন

স্ত্রীকে হত্যার পর শ্বশুড়কে লাশ নিয়ে যেতে ফোন দিয়ে পালাল স্বামী

সাতক্ষীরায় টিপুর জামিন