ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ
ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল সাময়িক বন্ধ রয়েছে। বুধবার (২৪ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে ঘাট কর্তৃপক্ষ ফেরি চলাচল বন্ধ করেন।
বিআইডব্লিটিসির ভারপ্রাপ্ত মহাব্যবস্থাপক আব্দুস সালাম জানান, রাতে কুয়াশার তীব্রতায় নদীর মার্কিং পয়েন্ট দেখা যাচ্ছিল না, তাই দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। কুয়াশা কমে গেলে ফেরি চলাচল পুনরায় স্বাভাবিক হবে।
আরও পড়ুনদৌলতদিয়া ঘাটের ব্যবস্থাপক মো. সালাহউদ্দিন বলেন, “সন্ধ্যার পর থেকে কুয়াশা শুরু হয় এবং রাত সাড়ে ১০টার সময় নদী পথ অস্পষ্ট হয়ে যায়। তাই দুর্ঘটনা এড়াতে ফেরি বন্ধ রাখা হয়েছে।” ফেরি বন্ধ থাকার কারণে ঘাট এলাকায় কিছু যানবাহন আটকা পড়েছে।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক


_medium_1766591215.jpg)





