এলজির উদ্যোগে “LG অ্যাম্বাসেডর চ্যালেঞ্জ ২০২৫”

বাংলাদেশের স্থানীয় পর্যায়ে সামাজিক ও প্রাকৃতিক সমস্যার টেকসই সমাধানে কার্যকরী ভূমিকা রাখতে পারে—এমন মানবিক ও উদ্ভাবনী প্রকল্প উদ্ঘাটনের লক্ষ্যে, এলজি ইলেকট্রনিক্স বাংলাদেশ প্রতিবছরের মতো এবারও আয়োজন করেছে LG অ্যাম্বাসেডর চ্যালেঞ্জ ২০২৫। "100 Days of Miracles” থিমের আওতায় এবারের কর্মসূচিতে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDGs)-এর তিনটি গুরুত্বপূর্ণ খাতকে:
- দারিদ্র্য বিমোচন (No Poverty)
- মানসম্মত শিক্ষা (Quality Education)
- জলবায়ু পরিবর্তন মোকাবিলা (Climate Action)
এই খাতের আওতায় প্রস্তাবিত প্রকল্প এলজি বাংলাদেশের সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ফর্মের মাধ্যমে জমা দেওয়ার জন্য আগ্রহী ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোকে আহ্বান জানানো হচ্ছে। সেরা প্রকল্প পাবে আর্থিক ও কারিগরি সহায়তা।
আরও পড়ুনআগ্রহীরা ১০ মে, ২০২৫ পর্যন্ত এলজির সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত ফর্মের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদন করতে চোখ রাখুন LG Global এর ফেসবুক পেইজে।
মন্তব্য করুন