ভিডিও বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫

জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের অর্থ আত্মসাত,জাতীয় নাগরিক কমিটির নেত্রী আটক

জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের অর্থ আত্মসাত,জাতীয় নাগরিক কমিটির নেত্রী আটক

নিউজ ডেস্ক: জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের অর্থ আত্মসাতের অভিযোগে জাতীয় নাগরিক কমিটির দিলশাদ আফরিনকে আটক করেছে রাজধানীর রমনা থানা পুলিশ।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) রাতে এ তথ্য নিশ্চিত করেছেন রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) তরিকুল ইসলাম।

তিনি জানান, জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের অর্থ আত্মসাতের অভিযোগে দিলশাদ আফরিন নামে এক জনকে আটক করা হয়েছে।

সংগঠনের শৃঙ্খলা ও আদর্শ পরিপন্থী কাজের অভিযোগে নারায়ণগঞ্জের ফতুল্লা থানা শাখার সদস্য দিলশাদ আফরিনকে মঙ্গলবার (৮ এপ্রিল) বহিষ্কার করে জাতীয় নাগরিক কমিটি। সংগঠনটির কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সদস্য সচিব আখতার হোসেন স্বাক্ষরিত এক চিঠিতে তাকে বহিষ্কারের কথা জানানো হয়। বৃহস্পতিবার রাতে বিষয়টি জানাজানি হয়।

আরও পড়ুন

চিঠিতে বলা হয়, জাতীয় নাগরিক কমিটির নিয়ম ও নীতিমালা অনুযায়ী আপনার (দিলশাদ আফরিন) সাম্প্রতিক কর্মকাণ্ড আমাদের সংগঠনের শৃঙ্খলা এবং আদর্শের পরিপন্থী বলে প্রতীয়মান হয়েছে। সমস্ত অভিযোগের ভিত্তিতে এবং সংগঠনের শৃঙ্খলা রক্ষার স্বার্থে আপনাকে আহ্বায়ক নাসিরুদ্দীন পাটওয়ারী ও সদস্য সচিব আখতার হোসেনের অনুরোধক্রমে জাতীয় নাগরিক কমিটি থেকে বহিষ্কার করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এ সিদ্ধান্ত ৮ এপ্রিল থেকে কার্যকর হবে।

দিলশাদ আফরিনের প্রতারণার বিষয়ে অভ্যন্তরীণ তদন্তে প্রমাণ পেয়ে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের লোকজন তাকে পুলিশে সোপর্দ করেছেন। তিনি এখন রাজধানীর রমনা থানা পুলিশের হেফাজতে আছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘প্রিয় ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীবৃন্দ, আমি বরাবরই আপনাদের ভালোবাসায় ঋণী- ছাত্রদল প্রার্থী হামীম

‘পরিকল্পিত প্রহসন প্রত্যাখ্যান করলাম’-আবিদুল ইসলাম খান

৫ কেন্দ্রের ফলাফলে বিপুল ভোটে এগিয়ে সাদিক কায়েম

সুফিয়া কামাল হলে সাদিক কায়েম ১২৭০, উমামা ৫৪৭

অমর একুশে হলে সাদিক কায়েম পেয়েছেন ৬৪৪ ভোট, আবিদ ১৪১

উৎসবমুখর পরিবেশে ডাকসুর ভোটগ্রহণ শেষে চলছে গণনা, ফল ঘোষণায় বিলম্ব