ভিডিও বুধবার, ২৬ নভেম্বর ২০২৫, ১১ অগ্রহায়ণ ১৪৩২

প্রকাশ : ১৯ মার্চ, ২০২৫, ১১:২৩ রাত

পাবনার সুজানগরে ৬ হাজার টিউবওয়েল অচল, বিশুদ্ধ পানির সংকট তীব্র

পাবনার সুজানগরে ৬ হাজার টিউবওয়েল অচল, বিশুদ্ধ পানির সংকট তীব্র। ছবি : দৈনিক করতোয়া

সুজানগর (পাবনা) প্রতিনিধি : চলতি চৈত্র মাসে পাবনার সুজানগরে ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাওয়ায় প্রায় ৬ হাজার টিউবওয়েল অচল হয়ে পড়েছে। এতে উপজেলার বিভিন্ন বাসা-বাড়ি, অফিস-আদালত এবং শিক্ষা প্রতিষ্ঠানে বিশুদ্ধ পানির তীব্র সংকট দেখা দিয়েছে।

উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগ সূত্রে জানা যায়, সুজানগর পৌরসভাসহ উপজেলার ১০ টি ইউনিয়নের বাসা-বাড়ি, অফিস-আদালত ও শিক্ষা প্রতিষ্ঠানে ৫০ থেকে ৬০ হাজার হস্তচালিত টিউবওয়েল রয়েছে। চলতি মৌসুমে প্রচন্ড খরার কারণে ভূগর্ভস্থ পানির স্তর অস্বাভাবিক নিচে নেমে গেছে। এতে ওই সকল টিউবওয়েলের মধ্যে প্রায় ৬ হাজার টিউবওয়েল বন্ধ হয়ে গেছে।

উপজেলার মানিকহাট গ্রামের বিল্লাল হোসেন খান বলেন, আমার বাড়ির টিউবওয়েলে গত ১০/১২ দিন যাবত পানি উঠছেনা। পার্শ্ববর্তী বাড়ির একটি গভীর নলকূপ থেকে অনেক কষ্ট করে পানি টেনে এনে রান্নাবাড়ির কাজ চালাচ্ছি। একই গ্রামের আব্দুল বাতেন বলেন, চৈত্র মাস আসার আগে থেকেই আমার টিউবওয়েলে পানি উঠা বন্ধ হয়ে গেছে।

বর্তমানে দূর-দূরান্তের টিউবওয়েল থেকে পানি টেনে এনে রান্না এবং খাওয়ার পানির চাহিদা মেটাচ্ছি। তবে গোসলসহ অন্যান্য কাজ-কর্মে সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে। এ ব্যাপারে জনস্বাস্থ্য উপ-সহকারী প্রকৌশলী মনিরুল ইসলাম বলেন, ফাল্গুন ও চৈত্র মাসে ভূগর্ভস্থ পানির স্তর অস্বাভাবিক নিচে নেমে যায়। ফলে এ সময় গভীর এবং অগভীর তারা টিউবওয়েল ছাড়া হস্তচালিত সাধারণ টিউবওয়েলে পানি উঠেনা। তবে ভারি বৃষ্টি হলে ওই সকল বন্ধ টিউবওয়েল আবার সচল হয়ে যাবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এনা পরিবহনের এনায়েত উল্লাহর বিরুদ্ধে ১০৭ কোটি টাকা পাচারের মামলা

নওগাঁর আত্রাইয়ে জমাজমি সংক্রান্ত বিবাদে যুবক খুন

শেখ হাসিনাকে ফেরত চেয়ে দিল্লিকে লেখা চিঠির জবাব এখনও আসেনি: পররাষ্ট্র উপদেষ্টা

গৃহবধূকে কুপিয়ে হত্যার অভিযোগে স্বামী আটক

মধ্যরাত থেকে একযোগে সব প্রবাসী নিবন্ধন করতে পারবেন

সিরাজগঞ্জের কাজিপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলশিক্ষক নিহত