ভিডিও শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫

মিলা হোসেনের সঙ্গে মিউজিক ভিডিওতে মডেল হলেন সাঞ্জু জন

মিলা হোসেনের সঙ্গে মিউজিক ভিডিওতে মডেল হলেন সাঞ্জু জন

অভি মঈনুদ্দীন ঃ মিলা হোসেন, বাংলাদেশের এক সময়ের জনপ্রিয় মডেল ও অভিনেত্রী। ২০০০ সালে তিনি ‘লাক্স আনন্দধারা ফটোজেনিক’ হয়েছিলেন। ফটোজেনিক হয়েই তিনি একজন মডেল হিসেবে কাজ করে সেই সময় তুমুল জনপ্রিয়তা লাভ করেন। নাটকে অভিনয় করেও বেশ প্রশংসিত হয়েছিলেন তিনি।

ঢাকার আজিমপুরের মেয়ে দীর্ঘ দুই দশকেরও বেশি সময় ধরে যুকরাষ্ট্রে বসবাস করছেন স্বামী জাকারিয়া মাসুদ জিকোর সঙ্গে। তবে নিয়ম করে প্রতিবছরই মিলা হোসেন একবার হলেও দেশে আসার চেষ্টা করেন। আর যখন দেশে আসেন তখন কোনো না কোনো কাজ করার চেষ্টা করেন তিনি। সেই ধারাবাহিকতায় এবারও মিলা হোসেন নতুন একটি কাজ করেছেন। তবে এবার বিজ্ঞাপনের মডেল কিংবা নাটকে অভিনয় নয়। এবার তিনি মিউজিক ভিডিওর মডেল হিসেবে কাজ করেছেন। মারুফ আহমেদ’র লেখা ও উজ্জ্বল সিনহার সুর সঙ্গীতে ‘তোমার চোখে চোখ পড়তেই’ গানে মডেল হয়েছেন তিনি। গানটির মিউজিক ভিডিওতে মিলা হোসেনের সঙ্গে মডেল হয়েছেন এই প্রজন্মের নায়ক, মডেল সাঞ্জু জন। গেলো ১২ মার্চ রাজধা মিউজিক ভিডিওটির শুটিং সম্পন্ন হয়েছে। মিউজি ভিডিওটির গল্প ও নির্দেশনা দিয়েছেন বিপ্লব সাহা। গানটি গেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত গায়িকা কোনাল ও বিপ্লব সাহা।

মিলা হোসেন বলেন,‘ বিপ্লব দাদা এবং কোনালের গাওয়া তোমার চোখে চোখ পরতেই গানটি আমার কাছে খুব ভালোলেগেছে। একটা মিষ্টি প্রেমের রোমান্টিক গান। গানের কথা ও সুর শ্রোতাদের মুগ্ধ করবে। কোনালতো নিঃসন্দেহে খুউব খুউব ভালো গায়। তারসঙ্গে বিপ্লব দাদাও যথেষ্ট ভালো গাইবার চেষ্টা করেছেন। আর নিজের গানের মিউজিক ভিডিও বিপ্লব দাদা ভীষণ যত্ন নিয়েই নির্মাণ করার চেষ্টা করেছেন। আমার যারা শুভাকাঙ্খী তাদের জন্য সুখবর এই যে অনেকদিন পর আমাকে একটু অন্যরকমভাবে এই মিউজিক ভিডিওতে দেখা যাবে। আশা করছি সবার ভালোলাগবে। আর সাঞ্জু জন বেশ ভালো করার চেষ্টা করেছে। সব মিলিয়েই আমরা আশাবাদী এই মিউজিক ভিডিওটি নিয়ে।’ সাঞ্জু জন বলেন,‘ আমার পরম সৌভাগ্য যে আমি মিলা আপুর সঙ্গে কাজ করতে পেরেছি। এ জন্য অবশ্য বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই বিপ্লব দাদাকে। কারণ তার আন্তরিকতায় তারই উদ্যোগে একটি চমৎকার কাজ হলো। দুজনে গানটি গেয়েছেনও দারুণ। একদম সময়োপযোগী একটি গান। আশা করছি শ্রোতা দর্শকের মন ভরে যাবে।’

আরও পড়ুন

উল্লেখ্য, মিলা হোসেনকে সর্বশেষ ‘প্রবাস যাপন’,‘ আপন ভুবন’ নাটকে অভিনয়ে দেখা যায়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীতে সাড়ে ১০ লাখ টাকা ছিনতাই ঘটনায় রিকশাচালকের চাঞ্চল্যকর তথ্য

বগুড়ার দুপচাঁচিয়ায় বার্মিজ চাকুসহ ও বিভিন্ন মামলায় ৩ জন গ্রেফতার

থাইল্যান্ডে বিমান দুর্ঘটনায় ৫ পুলিশ নিহত

শহীদ জাহিদের ক্যান্সার আক্রান্ত ছোট ভাই জিসানের পাশে দাঁড়ালেন তারেক রহমান

বগুড়ায় ছিনতাইকারী গ্যাংয়ের তিন সদস্য গ্রেফতার: টাকা ও চাপাতি উদ্ধার

হৃদয়কে দ্বিতীয়বার নিষিদ্ধ করার সিদ্ধান্তকে ‘হাস্যকর’ বললেন তামিম