ভিডিও বুধবার, ০২ জুলাই ২০২৫

ভালোবাসার মাসে ‘ভাল্লাগেনা’ স্বর্ণলতার

ভালোবাসার মাসে ‘ভাল্লাগেনা’ স্বর্ণলতার

অভি মঈনুদ্দীন ঃ শুরু হলো ভালোবাসার মাস। আগামী ১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস। আর ভালোবাসার মাসের শুরুতেই প্রচারে এলো সময়ের দর্শকপ্রিয় নন্দিত অভিনেত্রী স্বর্ণলতা দেবনাথ অভিনীত নতুন ধারাবাহিক নাটক ‘ভাল্লাগেনা’। এই ধারাবাহিকের প্রধান দুটি চরিত্রের একটিতে অভিনয় করছেন তিনি।

গেলো ‘ ফেব্রুয়ারি বৈশাখী টিভিতে প্রচার শুরু হয় ‘ভাল্লাগেনা’ ধারাবাহিকটি। প্রথম পর্বের ১৪ মিনিটের মাথায় স্ক্রিনে আসেন স্বর্ণলতা দেবনাথ। এরপর থেকেই এই নাটকে অভিনয়ের জন্য শুরু থেকেই স্বর্ণলতা দেবনাথ বেশ সাড়া পেয়ে আসছেন। কোনো ধারাবাহিকের প্রধান দুটি চরিত্রের একটিতে এবারই তার প্রথম করা। যে কারণে এই ধারাবাহিকটি নিয়ে শুরু থেকেই ভীষণ উচ্ছ্বসিত ছিলেন তিনি।

জাকির হোসেন উজ্জ্বলের রচনা ও হানিফ খানের পরিচালনায় ‘ভাল্লাগেনা’ নাটকটিতে অভিনয় প্রসঙ্গে স্বর্ণলতা দেবনাথ বলেন,‘ ভাল্লাগেনা আমার নতুন বছরের প্রচারে আসা প্রথম কোনো ধারাবাহিক নাটক। ভালোবাসার মাসেই প্রচার শুরু হলো এই নাটকটি। নাটকটির গল্প কিছুটা কেমেডি ঘরানার। তবে সবমিলিয়ে আমার কাছে ভীষণ ভালোলেগেছে। কারণ পরিচালক, সহশিল্পী থেকে শুরু করে সবাই ভীষণ আন্তরিক। প্রত্যেকের আন্তরিক অংশগ্রহনে, সহযোগিতায় নাটকটি নির্মাতা বেশ যত্ন নিয়ে নির্মাণ করতে পেরেছেন। আমিতো অভিনয়ে আগের চেয়ে এখন অনেক বেশি সিরিয়াস। অভিনয় ছাড়া আর কোনোকিছু নিয়েই ভাবিনা বা ভাবার সময়ও পাইনা। যে কারণে শুটিং সেট-এ গেলে স্ক্রিপ্ট হাতে নিয়ে তা পড়তেই আমার ভালোলাগে। কারণ তাতে চরিত্রটিও উপলদ্ধি করা যায়। মন দিয়ে অভিনয়টাও করা যায়। ভাল্লাগেনা প্রচারের শুরু থেকেই আমি আমার চরিত্রটির জন্য বেশ ভালো সাড়া পেয়ে আসছি।’

আরও পড়ুন

পুষ্পিতা ভিজ্যুয়ালস-এর প্রযোজনায় নির্মিত ‘ভাল্লাগেনা’ ধারাবাহিকটি প্রতি শনি, রবি ও সোমবার রাত ৮.৩০ মিনিটে বৈশাখী টিভিতে প্রচার হয়। এরপর তা ইউটিউবে চলে আসে। এদিকে এরইমধ্যে স্বর্ণলতা দেবনাথ আরটিভিতে প্রচার চলতি দীর্ঘ ধারাবাহিক কায়সার আহমেদ পরিচালিত ‘গোলমাল’-এর শুটিং-এ অংশ নিয়েছেন। গেলো বছরের শেষপ্রান্তে দীপ্ত টিভিতে প্রচার শেষ হলো সাম্প্রতিক সময়ে তার অভিনীত আলোচিত দীর্ঘ ধারাবাহিক নাটক ‘বকুলপুর’। এতে তিনি নিগার চরিত্রে অনবদ্য অভিনয় করে দর্শককে মুগ্ধ করেছিলেন।

এদিকে আজ একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অংশগ্রহন করবেন তিনি। এদিকে এরইমধ্যে সময়ের জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিমের বিপরীতে স্বর্ণ অভিনয় করেছেন নিয়াজ মাহবুবের পরিচালনায় ‘টেনশন’ নাটকে। এই নাটকটিও শিগগিরই প্রচারে আসবে। এছাড়াও সিনেমাতেও কাজ করার নিয়মিত প্রস্তাব পান তিনি। কিন্তু মনের মতো গল্প, চরিত্র না পেলে করার জন্য করা-এমন ভাবনা নিয়ে সিনেমাতে কাজ করার আগ্রহ নেই স্বর্ণ’র।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিরাজগঞ্জের জোতপাড়া নৌঘাট পরিণত হয়েছে মনোরম বিনোদন কেন্দ্রে

লালমনিরহাটে লাম্পি স্কিন রোগে শতাধিক গরু মারা গেছে

বগুড়ার শিবগঞ্জে তিনটি হিমাগারে হামলা-ভাঙচুর, হিমাগারে ভাড়া বাড়ানোর প্রতিবাদ

বগুড়ায় শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা আত্মসাতের অভিযোগ, কারাগারে মাদরাসা সুপার

নওগাঁর রাণীনগরে বিস্ফোরক মামলায় ইউপি সদস্য গ্রেফতার

নওগাঁর রাণীনগরে ৩ মাদকসেবীর কারাদন্ড