ভিডিও বুধবার, ২৯ অক্টোবর ২০২৫, ১৩ কার্তিক ১৪৩২

শীতের খুশকি সহজেই তাড়ান

শীতের খুশকি সহজেই তাড়ান

লাইফস্টাইল ডেস্ক : শীতকালে সবারই সাধারণ একটি সমস্যার নাম খুশকি। তবে পুরোপুরি শীতকাল শুরু হওয়ার আগেই স্ক্যাল্পের সঠিক যত্ন নিলে এবারের শীতে দূরে থাকতে পারবেন খুশকির সমস্যা থেকে। সমস্যা শুধু যে চুলের থাকে, তা কিন্তু নয়। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে আমাদের মূল সমস্যা স্ক্যাল্পের। স্ক্যাল্পে যদি পর্যাপ্ত পুষ্টি না পৌঁছায়, আর্দ্রতার অভাব থাকে, তখনই চুলে নানা সমস্যা বাড়তে থাকে। যেমন, স্ক্যাল্প শুষ্ক হলে হাজারও একটা সমস্যা চেপে ধরে। আর এক্ষেত্রে সবচেয়ে বেশি ভোগায় খুশকি। এর জেরে চুল পড়তে থাকে, মাথার ত্বক চুলকায়। শুষ্ক স্ক্যাল্পের সমস্যা কীভাবে দূর করবেন সে বিষয়ে জেনে নিন-

নিয়ম করে নারিকেল তেল দিন

নারিকেল তেলের মধ্যে ফ্যাটি অ্যাসিড রয়েছে, যা স্ক্যাল্প ও চুলের আর্দ্রতা বজায় রাখতে সাহায্য করে। সপ্তাহে ২-৩ বার নারিকেল তেল স্ক্যাল্পে মালিশ করতে পারেন। সবচেয়ে ভালো হয়, যদি রাতে ঘুমাতে যাওয়ার আগে চুল ও স্ক্যাল্পে নারিকেল তেল মালিশ করেন। এই তেল আপনার স্ক্যাল্পের শুষ্ক ভাব কমাবে।

আরও পড়ুন

মধুর ব্যবহার

স্ক্যাল্প শুষ্ক থাকলে সেখানে ফাঙ্গাল ইনফেকশনের ঝুঁকি বেড়ে যায়। এ সমস্যা দূর করতে পারে মধু। মধুর মধ্যে অ্যান্টিব্যাকটেরিয়াল ও অ্যান্টিফাঙ্গাল উপাদান রয়েছে, যা স্ক্যাল্পের শুষ্ক ভাব, চুলকানি দূর করতে সাহায্য করে। পানির মধ্যে মধু মিশিয়ে ঘন পেস্ট বানিয়ে নিন। এই মিশ্রণটি স্ক্যাল্পে ভালো করে মেখে নিন। ১৫-২০ মিনিট রেখে ধুয়ে ফেলুন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফটিকছড়িতে নিজ ঘর থেকে মা-মেয়ের মরদেহ উদ্ধার

পটুয়াখালীতে সিঁধ কেটে ঘরে ঢুকে অটোচালককে হত্যা

এমটিবি ফাউন্ডেশন উদ্বোধন করলো ‘এমটিবি ইউসেপ স্কিলস ট্রেনিং ইনস্টিটিউট ’

ঝিনাইদহে জামায়াত-বিএনপি সংঘর্ষে আহত ৬

দক্ষিণ কোরিয়ায় বগুড়া কমিউনিটি ইন কোরিয়ার পূর্ণাঙ্গ কমিটির আত্মপ্রকাশ

লক্ষ্মীপুর পৌরসভার প্রকৌশলীসহ ৩৯ জনকে দুদকে তলব