ভিডিও শুক্রবার, ০৯ মে ২০২৫

রিয়াল মাদ্রিদ ছাড়ছেন আনচেলত্তি!

রিয়াল মাদ্রিদ ছাড়ছেন আনচেলত্তি!, ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক : রিয়াল কোচ কার্লো আনচেলত্তি চলতি গ্রীষ্মেই ক্লাব ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে দাবি স্প্যানিশ সংবাদমাধ্যম ওন্ডা সেরোর। একটি প্রতিবেদনে জানানো হয়েছে দীর্ঘ কোচিং ক্যারিয়ারের এই অধ্যায় শেষ করতে চলেছেন তিনি, যদিও ক্লাবের সঙ্গে তার চুক্তি ২০২৬ সালের গ্রীষ্ম পর্যন্ত বিদ্যমান।

রিয়াল মাদ্রিদে দ্বিতীয় দফায় দায়িত্ব পালনকালে আনচেলত্তি ক্লাবকে এনে দিয়েছেন একাধিক শিরোপা। তার অধীনে দল জিতেছে দুইটি লা লিগা, দুইটি উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ, একটি কোপা দেল রে, দুইটি উয়েফা সুপার কাপ, দুইটি স্প্যানিশ সুপার কাপ, একটি ফিফা ক্লাব বিশ্বকাপ এবং একটি ইন্টারকন্টিনেন্টাল কাপ। এই সাফল্যের মুকুটে আনচেলত্তি নিজেকে ক্লাবের ইতিহাসের সর্বাধিক ট্রফিজয়ী কোচ হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। ২০২৩ সালের ডিসেম্বরে তার চুক্তি নবায়নের সময় ব্রাজিলিয়ান ফুটবল ফেডারেশনের আগ্রহের খবর শোনা গেলেও তিনি রিয়াল মাদ্রিদে থাকার সিদ্ধান্ত নেন। তবে চলতি মৌসুম শেষে, ট্রফি জিতুক বা না জিতুক, আনচেলত্তি নিজেই ক্লাব ছাড়ার ইঙ্গিত দিয়েছেন। 

জানা গেছে, স্প্যানিশ রাজধানীতে তিনি প্রতিদিন দারুণ উপভোগ করছেন এবং পুরোপুরি আনন্দিত। তবে তিনি মনে করছেন, এই অধ্যায় গ্রীষ্মেই শেষ হওয়া উচিত। ৬৫ বছর বয়সী এই ইতালীয় কোচ বর্তমানে অবসর নেওয়ার কথা ভাবছেন না বরং অন্য কোনো দেশে কোচিং ক্যারিয়ার চালিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে তার। যদি আনচেলত্তি সত্যিই ক্লাব ছাড়েন, তাহলে তার উত্তরসূরি হিসেবে সবচেয়ে বড় নাম উঠে আসছে বায়ার লেভারকুজেনের কোচ এবং রিয়াল মাদ্রিদের প্রাক্তন মিডফিল্ডার জাবি আলোনসোর। চলতি মৌসুমে দল ভালো শুরু করতে পারেনি এবং দুইটি ক্লাসিকো ম্যাচেও হতাশাজনক পারফরম্যান্স দেখিয়েছে। এ কারণে আনচেলত্তি সমালোচনার মুখে পড়েছেন। তবে সমর্থকদের আশা, মৌসুম শেষে তার এই বিদায়ও স্মরণীয় কোনো অর্জনের সঙ্গে হবে।

আরও পড়ুন

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফ্যাসিবাদবিরোধী দলগুলোর মধ্যে ফাটল ধরানোর চেষ্টা করছে সরকার

বগুড়ার সোনাতলায় জামাইয়ের হামলায় স্ত্রী ও শ্বশুরসহ ৪ সদস্য আহত

 জামালপুরে ছাত্র-জনতার ওপর হামলার মামলায় ১২ জনকে গ্রেপ্তার

বগুড়ার দুপচাঁচিয়ায় তিনজন গ্রেফতার

বগুড়ার শিবগঞ্জে ২য় স্ত্রীকে মারপিট করে মাথার চুল কেটে দিয়েছে সতিন

মৌসুমের সর্বোচ্চ তাপপ্রবাহে পুড়ছে বগুড়াসহ সারাদেশ