ভিডিও মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫, ১৫ পৌষ ১৪৩২

প্রকাশ : ১৪ জানুয়ারী, ২০২৫, ০৩:৫৩ দুপুর

বৈরী পরিস্থিতিতেও ভারত থেকে বিপুল পরিমাণ জ্বালানি কিনছে বাংলাদেশ

বৈরী পরিস্থিতিতেও ভারত থেকে বিপুল পরিমাণ জ্বালানি কিনছে বাংলাদেশ, ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক : ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে গত ৫ আগস্ট বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ ছেড়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। এরপর থেকেই ঢাকা ও দিল্লির দ্বিপক্ষীয় সম্পর্কে শুরু হয় টানাপোড়েন। দু’দেশের মধ্যে সীমান্তে উত্তেজনাও যেকোন সময়ের চেয়ে উত্তেজনাকর। অবশ্য সম্পর্কের এই বৈরিতা সত্ত্বেও ভারত থেকে অন্যতম জ্বালানি ডিজেল আমদানি অব্যাহত রেখেছে বাংলাদেশ। রোববার (১২ জানুয়ারি) এক বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী শিগগিরই ভারত থেকে এক লাখ ৩০ হাজার মেট্রিকটন ডিজেল আমদানি করবে সরকার। 

মঙ্গলবার (১৪ জানুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া। প্রতিবেদনে বলা হয়, সীমান্তবিষয়ক ইস্যুতে ভারত ও বাংলাদেশের মধ্যে উত্তেজনার ভেতরেই ভারতের নুমালিগড় রিফাইনারি লিমিটেড (এনআরএল) থেকে ১ লাখ ৩০ হাজার মেট্রিকটন ডিজেল আমদানির সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)। রোববার বিপিসি’র পরিচালনা পর্ষদের সভায় এ বিষয়ে একটি সিদ্ধান্ত অনুমোদন করা হয়েছে।

আরও পড়ুন

বিপিসি’র বেশ কয়েকটি সূত্র জানিয়েছে, এই ডিজেল চলতি বছরের জানুয়ারি থেকে ডিসেম্বরের মধ্যে আমদানি করা হবে এবং এর জন্য বাংলাদেশি মুদ্রা টাকায় খরচ হবে এক হাজার ১৩৭ কোটি টাকা। এ বছর বিপিসি’র পরিশোধিত জ্বালানি তেলের চাহিদা ৭৪ লাখ মেট্রিক টন। এর মধ্যে ৪৬ লাখ টন ডিজেল, যার ৮০ শতাংশই সরাসরি আমদানি করা হয়ে থাকে। আর বাকি অংশ স্থানীয় শোধনাগার থেকে পাওয়া যায়। মূলত বিপিসি নিয়মিতভাবে ভারতের নুমালিগড় রিফাইনারি লিমিটেড (এনআরএল) থেকে পরিশোধিত জ্বালানি তেল আমদানি করে থাকে। ২০১৬ সালের জানুয়ারি থেকে এই তেল ট্রেনে করে বাংলাদেশে আসছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে আবারও হামলার হুমকি ট্রাম্পের

দলের জরুরি সভায় অংশ নিতে গুলশান কার্যালয়ে তারেক রহমান

পুতিনের বাসভবনে ড্রোন হামলা, সাজানো বলছে ইউক্রেন

খালেদা জিয়ার মৃত্যুতে ইউরোপীয় ইউনিয়নের শোক

ময়মনসিংহে সহকর্মীর গুলিতে নিহত আনসার সদস্য 

খালেদা জিয়া বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবেন : রাষ্ট্রপতি