ভিডিও শনিবার, ০৮ নভেম্বর ২০২৫, ২৩ কার্তিক ১৪৩২

প্রকাশ : ১৪ জানুয়ারী, ২০২৫, ০৩:৩০ দুপুর

পেনাল্টি মিস করায় ফুটবলারের পরিবারকে হত্যার হুমকি

পেনাল্টি মিস করায় ফুটবলারের পরিবারকে হত্যার হুমকি, ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক : ফুটবল, যা কেবল একটি খেলা, সেখানে জয়-পরাজয় স্বাভাবিক বিষয়। তবে কিছু সমর্থকের কাছে হার-জিত যেন জীবন-মরণ প্রশ্ন হয়ে দাঁড়ায়। এমনই এক ঘটনার শিকার হয়েছেন আর্সেনালের জার্মান ফরোয়ার্ড কাই হাভার্টজ। এফএ কাপের ম্যাচে পেনাল্টি মিস করার পর তার পরিবারকে খুনের হুমকি দেওয়া হয়েছে।  

রবিবার এমিরেটস স্টেডিয়ামে অনুষ্ঠিত এফএ কাপের ম্যাচে নির্ধারিত ও অতিরিক্ত সময় শেষে স্কোর ছিল ১-১। টাইব্রেকারে ৫-৩ গোলে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় আর্সেনাল। ম্যাচে বল দখলে ৭০ শতাংশ আধিপত্য বিস্তার করলেও আর্সেনাল গোলের জন্য ২৬টি শট নিয়ে টার্গেটে রাখতে পেরেছিল মাত্র ৭টি। দুইটি সহজ সুযোগ নষ্ট করার পর টাইব্রেকারেও ব্যর্থ হন হাভার্টজ।

আরও পড়ুন

এই কারণেই কিছু সমর্থক পরাজয়ের দায় তার ওপর চাপিয়ে ক্ষুব্ধ হয়ে ওঠে। সামাজিক যোগাযোগমাধ্যমে হাভার্টজের স্ত্রী সোফিয়া জানান, তিনি এবং তার অনাগত সন্তান হত্যার হুমকি পেয়েছেন। সোফিয়া লিখেছেন, ‘আমাদের পরিবারকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে। কেউ বলেছে আমাদের বাড়িতে এসে হত্যা করবে। আবার কেউ প্রার্থনা করছে যেন আমার সন্তান নষ্ট হয়ে যায়। এসব হুমকিতে আমরা আতঙ্কিত। খেলায় হার-জিত থাকবেই। কেউ ইচ্ছা করে হারে না। খেলোয়াড়দেরও পরিবার ও ব্যক্তিগত জীবন রয়েছে। একটু সম্মান প্রদর্শন করুন এবং বোঝার চেষ্টা করুন, এমন পরিস্থিতি একজন ফুটবলারের মনে কতটা চাপ ফেলে।’

এদিকে সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, আর্সেনাল এই ঘটনার তদন্ত শুরু করেছে এবং দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে তারা শিগগিরই ব্যবস্থা নেবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁপাইনবাবগঞ্জে বালু বোঝাই ট্রাক্টর উল্টে চালক নিহত

লালমনিরহাটে জি-মেইল হ্যাক করে ব্যাংক হিসাব থেকে টাকা স্থানান্তর, ২ জন গ্রেফতার

শিক্ষকদের আন্দোলনে পুলিশের লাঠিচার্জে আহত শতাধিক

১৯৭৫ সালে ৭ নভেম্বর যে দলটি সংস্কারের সূচনা করেছিল তাদেরকে সংস্কার শেখাতে হবে না :  ডা. পাভেল

বগুড়ায় এবার ১২শ’ কোটি টাকার শীতকালীন সবজি উৎপাদনের লক্ষ্য

এই মুহূর্তে আমি মেটা এআইয়ের কণ্ঠস্বর: দীপিকা