ভিডিও শনিবার, ২২ নভেম্বর ২০২৫, ৭ অগ্রহায়ণ ১৪৩২

প্রকাশ : ১২ জানুয়ারী, ২০২৫, ০৯:২৩ রাত

ব্যবসায়ীকে কোপানোর ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তির হুঁশিয়ারি আসিফের

ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভায়

রাজধানীর এলিফ্যান্ট রোডে ব্যবসায়ীকে কুপিয়ে জখম করার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার হুঁশিয়ারি দিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

আজ রোববার (১২ জানুয়ারি) দুপুরে ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় শেষে তিনি এ হুঁশিয়ারি দেন।

উপদেষ্টা বলেন, রাজধানীর এলিফ্যান্ট রোডে ব্যবসায়ীকে কুপিয়ে জখম করার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা হবে। এ ঘটনায় চাঁদাবাজির সংশ্লিষ্টতা পাওয়া গেছে। চাঁজাবাজদের বিরুদ্ধে কঠোর অবস্থানে অন্তর্বর্তী সরকার।

আসিফ মাহমুদ বলেন, ব্যবসায়ীকে কুপিয়ে জখম করার ঘটনায় এরই মধ্যে একজনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের গ্রেফতারে পুলিশকে নির্দেশনা দেওয়া হয়েছে। ব্যবসায়ীদের ভয় না পেতে আশ্বস্ত করেন তিনি।

উল্লেখ্য, শুক্রবার রাত ১১টার দিকে রাজধানীর এলিফ্যান্ট রোডে মাল্টিপ্ল্যান সেন্টারের সামনে দোকান মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক এহতেশামুল হককে কুপিয়ে জখম করা হয়। এতে দিপু নামে আরেক ব্যবসায়ীও আহত হন। এর মধ্যে এহতেশামের অবস্থা গুরুতর।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাটোর সুগারমিলে মাড়াই কার্যক্রম শুরু উৎপাদন লক্ষ্যমাত্রা ৬৯৩০ মেট্রিক টন

ক্ষমতায় গেলে পিআর বাস্তবায়ন করবো : জামায়াত আমির

হারিয়ে যেতে বসেছে বনফুল কাঞ্চন

বিএনপিতে হোন্ডা-গুন্ডার রাজনীতি থাকবে না : এ্যানি

উচ্চশিক্ষার ভাষা হিসেবে বাংলাকে প্রতিষ্ঠিত করতে চাই : প্রাথমিক উপদেষ্টা

স্বাস্থ্যকর্মী নিয়োগ ও ইন্টারনেট সংযোগে ভুটানের সঙ্গে দুই সমঝোতা