ভিডিও বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫

রবীন্দ্র সরোবর থেকে শহীদ মিনারে ছুটে গেলেন সংগীত তারকারা

রবীন্দ্র সরোবর থেকে শহীদ মিনারে ছুটে গেলেন সংগীত তারকারা

চলমান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলা ও হত্যার প্রতিবাদে শনিবার (৩ আগস্ট) পথে নামলেন গানের মানুষেরা। গানে গানে তারা সংহতি জানান আন্দোলনরত শিক্ষার্থীদের।

বিকেল ৩টায় ধানমন্ডির রবীন্দ্র সরোবরে এ সংহতি সম্মিলনের আয়োজন করেন ঢাকায় অবস্থানরত বাংলাদেশের সংগীতশিল্পীরা।
এই আয়োজনের সময় ছিলো বেলা ৩টা। জমায়েত শুরু হয় দুপুর ২টা থেকেই। ৩টার আগেই সরোবরে হাজির মাকসুদুল হক, হামিন আহমেদ, পার্থ বড়ুয়া, প্রিন্স মাহমুদ, শওকত আলী ইমন, শেখ মনিরুল ইসলাম টিপু, লতিফুল ইসলাম শিবলী, রাহুল, জিয়াউর রহমান, আশফাকুল বারি রুমন, জুনায়েদ ইভান, সাকিবসহ আর্টসেল, শিরোনামহীন, জলের গান, ওয়ারফেজ, মাইলস, চিরকুট ও অ্যাশেজ ব্যান্ডের সদস্যদের অনেকে। সঙ্গে অসংখ্য শিক্ষার্থী, অনুসারী আর অভিভাবকরা।

উপস্থিত অনেকের হাতে শোভা পাচ্ছিলো দারুণ সব গানের বাণী। সঙ্গে চলছিলো গণমাধ্যমের ক্যামেরার সামনে বক্তব্য। কথা বলেছেন মাকসুদুল হক, প্রিন্স মাহমুদ, লতিফুল ইসলাম শিবলীরা।  

বক্তারা তাদের বক্তব্যে এক দফা দাবি আদায়ের জন্য সবাইকে ছাত্র-জনতার পক্ষে থাকার আহ্বান জানান। এসময় তারা সকল বন্দীদের মুক্তি চান, আর কাউকে গ্রেফতার না করার দাবি জানান। একইসঙ্গে প্রশ্ন রাখেন, শনিবার (০২ আগস্ট) কেন আবারও গুলি চলল? 

আরও পড়ুন

এরপরেই রবীন্দ্র সরোবর থেকে শিবলী-প্রিন্স মাহমুদের নেতৃত্বে শ্লোগান দিতে দিতে মিছিল বের হয়। এই মিছিল ধানমন্ডি, সাইন্সল্যাব, নিউমার্কেট, ঢাকা বিশ্ববিদ্যালয় ঘুরে কেন্দ্রীয় শহীদ মিনারে শেষ হয়। পুরো সময়ে তারা শিক্ষার্থীদের এক দফা দাবির পক্ষে স্লোগান দেন।  

শহীদ মিনারে এসে সংগীত শিল্পীরা শিক্ষার্থীদের দাবির সঙ্গে সংহতি জানান। এসময় তারা কণ্ঠে ধারণ করেন প্রতিবাদী গান। তাদের সঙ্গে এসময় গলা মেলান শিক্ষার্থী ও সাধারণ জনতা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতিসংঘ সাধারণ পরিষদে রোহিঙ্গা সংকচের প্রস্তাব গৃহীত 

বিএফএ সম্মেলনে বক্তব্য রাখবেন ড. মুহাম্মদ ইউনূস 

বগুড়ায় শহীদ চাঁন্দু স্টেডিয়ামে ডিসি-এসপির সালাম গ্রহণ ও কুচকাওয়াজ

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষার্থীকে শাস্তি

যশোর সরকারি মুরগি প্রজনন ও উন্নয়ন খামারে বার্ড ফ্লু শনাক্ত

সুনামগঞ্জ  দুই সীমান্ত এলাকা থেকে ভারতীয় শাড়ি-ফুচকা জব্দ