ভিডিও বুধবার, ০২ জুলাই ২০২৫

‘ছাত্রদের আন্দোলন এখন সাধারণ গণমানুষের আন্দোলনে পরিণত হয়েছে’

বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী

সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলন এখন বাংলার মানুষের আন্দোলনে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর সভাপতি অধ্যাপক বদিউর রহমান।

শুক্রবার (২ আগস্ট) জাতীয় প্রেসক্লাবের সামনে ‘কোটা সংস্কার আন্দোলনে ছাত্র হত্যা’র প্রতিবাদে উদীচী আয়োজিত সাংস্কৃতিক সমাবেশে এসব কথা বলেন তিনি। 

অধ্যাপক বদিউর রহমান বলেছে, ‘ছাত্রদের আন্দোলন এখন সাধারণ গণমানুষের আন্দোলনে পরিণত হয়েছে। দলমত নির্বিশেষে বাংলার মানুষ তাদের অধিকার আদায়ে রাস্তায় নেমেছে। আমরা আমাদের সন্তানদের হারিয়েছি, বন্ধুদের হারিয়েছি। ছিল ছাত্রদের কোটা আন্দোলন, কিন্তু এখন তা বাংলার মানুষের আন্দোলনে পরিণত হয়েছে। যা কিছু ঘটেছে তার দায় সরকার দায় এড়াতে পারে না।’

উদীচী শিল্পী গোষ্ঠীর সহ-সভাপতি জামশেদ আনোয়ার তপন বলেন, ‘যারা যৌক্তিক কোটা আন্দোলনের সঙ্গে ছিল সরকার তাদের বিভিন্ন তকমা দিয়েছে। কোটি কোটি টাকা লুট, হত্যা, গুম করছে সরকারের অধীনে তাদের বিচার নেই। শিল্পীদের অধিকার বঞ্চিত করেছে আমরা অনতিবিলম্বে এই স্বৈরাচারী সরকারের পতন চাই। প্রতিটি জায়গায় নিরস্ত্র ছাত্রদের উপর যেভাবে নির্বিচারে হত্যাযজ্ঞ চালিয়েছে আমরা তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।’

আরও পড়ুন

সমাবেশে উদীচী শিল্পী গোষ্ঠীর মুখপাত্ররা বলেন, ‘সরকার স্বাধীনতাকে হরণ করে, গণতন্ত্রকে হরণ করে স্বৈরাচারী ব্যবস্থা কায়েম করেছে মানুষ সেখান থেকে মুক্তি চায়।’

এসময় উদীচী শিল্পীগোষ্ঠীসহ অন্যান্য সাংস্কৃতিক কর্মীরা সমবেত হয়ে গান, কবিতা ও স্লোগানের মাধ্যমে প্রতিবাদ জানায়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসরায়েলের সঙ্গে সব ধরনের বাণিজ্য বন্ধের ঘোষণা স্পেনের স্টিল কোম্পানির

সাধারণ ছুটিসহ ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ 

আগস্টে ভারতের বাংলাদেশ সফরে সায় নেই মোদী সরকারের

সরকারি অনুদানের ৩২টি চলচ্চিত্রের জন্য বরাদ্দ ৯ কোটি টাকা

ইসরায়েলের প্রধান বিমানবন্দরে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা

বিশ্বের সবচেয়ে দামি গোলকিপার এখন আর্সেনালের