ভিডিও রবিবার, ১৩ জুলাই ২০২৫

আবু সাঈদের রক্তাক্ত ছবি আঁকলেও ভাবনা ছিলেন হত্যাকারীদের দোসর

আবু সাঈদের রক্তাক্ত ছবি আঁকলেও ভাবনা ছিলেন হত্যাকারীদের দোসর

শিল্পীদের হোয়াটসঅ্যাপ গ্রুপ ‘আলো আসবেই’ এখন টক অব দ্য কান্ট্রি। এই গ্রুপের সদস্য সংখ্যা ১৬০ জন। যার মধ্যে রয়েছেন অভিনেত্রী আশনা হাবিব ভাবনাও।

তবে গ্রুপে যুক্ত থাকলেও ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে প্রথম নিহত আবু সাঈদের রক্তাক্ত ছবি এঁকে ছাত্র-জনতাকে বোঝাতে চেয়েছিলেন তিনি আন্দোলনকারীদের দলে। কিন্তু তার সেই চেষ্টা সম্প্রতি গ্রুপের বেশ কিছু স্ক্রিনশট ভাইরাল হওয়ার পর ব্যর্থ হয়ে গেছে।

একটি স্ক্রিনশটে দেখা গেছে, ভাবনা ‘আলো আসবেই’ গ্রুপে থাকা শিল্পীদেরকে জানান, তিনি কিশোরগঞ্জে আছেন। তবে তার মন পড়ে আছে জয় বাংলায়।

এ বিষয়ে আশনা হাবিব ভাবনার মতামত নেওয়ার জন্য তার মুঠোফোনে একাধিকবার কল দেওয়া হলেও সেটি বন্ধ পাওয়া যায়। এমনকি হোয়াটসঅ্যাপে ম্যাসেজ দিলেও মেলেনি কোনো সাড়া।

আরও পড়ুন

এদিকে বিষয়টি নিয়ে লেখিকা জান্নাতুন নাঈম প্রীতি ফেসবুকে লিখেছেন, সবচেয়ে বড়ে রসিকতাটা সম্ভবত করেছেন আশনা হাবিব ভাবনা। ইনি ছাত্র আন্দোলনের আবু সাঈদকে নিয়ে ছবি এঁকে নাকি কান্নার অভিনয় করে এই গ্রুপে দিব্যি বসে ছিলেন!

তিনি আরও লিখেছেন, শিল্পী মানেই বিবেকবোধ ঠিক থাকবে, এই ধারণা থেকে বের হয়ে আসার ক্ষেত্রে- এদেরকে ধন্যবাদ। শিল্পের নামে মানুষ হত্যা, সাধারণ ছাত্রদেরকে সন্ত্রাসী ট্যাগ দেওয়ার ক্ষেত্রে কোনো কোনো শিল্পীরা ভূমিকা রেখেছে সেটা আমাদের জানা থাকলো। যে ছাত্ররা পা হারিয়েছে, বুকে আর মাথায় গুলি খেয়েছে- তারাও জেনে রাখুক সব শিল্পীরই বিবেকবোধ নাই এবং সব বিবেকবোধওয়ালা মানুষ শিল্পী হওয়ার আগে মানুষ।

প্রসঙ্গত, ফাঁস হওয়া সেই হোয়াটসঅ্যাপ গ্রুপটিতে ছিলেন সোহানা সাবা, অরুণা বিশ্বাস, রফিক (রজনীগন্ধা), সাবেক এমপি ফেরদৌস, রিয়াজ আহমেদ, সুবর্ণা মুস্তফা, বিজরী বরকতুল্লাহ, আজিজুল হাকিম, স্বাগতা, বদরুল আনাম সৌদ, শমী কায়সার, সুইটি, রওনক হাসান, মাসুদ পথিক, সাবেক এমপি আরাফাত, আশনা হাবিব ভাবনা, জ্যোতিকা জ্যোতি, শামীমা তুষ্টি, জামশেদ শামীম, উর্মিলা, মামুনুর রশিদ, খান জেহাদ, এবার্ট খান, সাজু খাদেম, হৃদি হক, ফজলুর রহমান বাবু, আশরাফ কবীর, দীপান্বিতা মার্টিন, সাবেক এমপি হাসান মাহমুদ, সাইমন সাদিক, জুয়েল মাহমুদ, জায়েদ খান, হারুনুর রশিদ, ঝুনা চৌধুরী, লিয়াকত আলী লাকি, সৈয়দ আওলাদ, সাইদ খান, সাখাওয়াত মুন, স্মরণ সাহা, সায়েম সামাদ, শাকিল (দেশনাটক), শহীদ আলমগীর, নূনা আফরোজ, রোকেয়া প্রাচী, সঙ্গীতা মেখাল, সৈয়দা শাহানুর, মো. শাহাদাত হোসেন, গুলজার, নাহিদ, মিলন, প্রণীল, এসএ হক অলীক, রুনি, রুবেল শঙ্কর, রাজিবুল ইসলাম রাজিব প্রমুখ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুড়াল দিয়ে কুপিয়ে স্ত্রীকে হত্যার পর আত্মহত্যা স্বামীর 

ঢাকা বিশ্ববিদ্যালয় গবেষণা সংসদের দিনব্যাপী ‘দক্ষতা উন্নয়ন কর্মশালা’

সিইসির সঙ্গে বৈঠকে পাটোয়ারী-হাসনাত-সারজিসরা

বগুড়া সারিয়াকান্দিতে যুবকের রহস্যজনক মৃত্যু

‘এনবিআর নামের প্রতি মানুষের নেগেটিভ ধারণা রয়েছে, নামটি আর থাকবে না’

নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠকে এনসিপির প্রতিনিধি দল