রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) দীর্ঘ ৯৫ দিন পর আনুষ্ঠানিকভাবে শিক্ষা কার্যক্রম চালুর সিদ্ধান্ত হয়েছে। এছাড়া স্নাতক (সম্মান) প্রথম বর্ষের স্থগিত ভর্তি কার্যক্রম সম্পন্ন করে শিগগিরই ক্লাস শুরু হবে। মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক অবায়দুর রহমান প্রমাণিকের আহ্বানে ডিনদের নিয়ে অনুষ্ঠিত এক সভায় এসব সিদ্ধান্ত হয়।
কোষাধ্যক্ষ জানান, আগামী রোববার (৮ সেপ্টেম্বর) থেকে বিশ্ববিদ্যালয়ে শিক্ষা-কার্যক্রম চালু হবে। বিভাগগুলো চাইলে ক্লাস-পরীক্ষা শুরু করতে পারবে।
এর আগে গত ৭ জুন থেকে ২৯ জুন পর্যন্ত ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটিতে ছিলো রাজশাহী বিশ্ববিদ্যালয়। পরবর্তীতে ৩০ জুন থেকে ক্লাস পরীক্ষা শুরু হওয়ার কথা থাকলেও শিক্ষকদের প্রত্যয় স্কিম আন্দোলনের ফলে কোনো বিভাগেই শুরু হয়নি ক্লাস-পরীক্ষা। পাশাপাশি জুলাই বিপ্লবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বড় ভূমিকা পালন করে। ফলে, জুলাই মাসের পুরোটা এবং আগস্ট ৫ তারিখ বিজয় অর্জনের সময়ে পুরোপুরি অ্যাকাডেমিক কার্যক্রম থেকে দূরে ছিলেন শিক্ষার্থীরা। পরদিন ৬ আগস্ট থেকেই শিক্ষার্থীদের হলে অবস্থান করতে দেখা গেছে।
পরবর্তীতে ১৮ আগস্ট থেকে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষা কার্যক্রম শুরুর নির্দেশনার পর অনানুষ্ঠানিক ভাবে ক্লাসে ফিরতে দেখা গেছে ইসলামিক স্টাডিজ, সমাজকর্ম, রাষ্ট্র বিজ্ঞান, আইন, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, বোটানি, ফিসারিজ, রসায়ন, ফোকলোরসহ কয়েকটি বিভাগের।
এদিকে, সরকার পতনের পর থেকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ ৯০ জন কর্মকর্তা পদত্যাগ করলে অচলাবস্থার সৃষ্টি হয়।
স্নাতক প্রথম বর্ষে ক্লাস শুরুর বিষয়ে ব্যবসা অনুষদের অধিকর্তা অধ্যাপক আ স ম কামরুজ্জামান বলেন, আগামী রোববার থেকে স্নাতক প্রথমবর্ষের স্থগিত ভর্তি কার্যক্রম শুরু হবে। কয়েকদিনের মধ্যে ভর্তি কার্যক্রম শেষ করেই নবীনদের ক্লাস শুরু করা হবে। আশা করি, ১৫ সেপ্টেম্বরের মধ্যে এটা সম্ভব হবে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।