সিলেটে আন্দোলকারীদের সাথে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

সিলেটে আন্দোলনকারীদের সাথে পুলিশের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার (২ আগস্ট) দুপুরে মিছিল নিয়ে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনের সড়কে অবস্থান নেয় আন্দোলনকারীরা। হাজারো ছাত্র-জনতা জড়ো হয়ে মিছিল শুরু করলে পুলিশ তাদের লক্ষ্য করে সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করে।
এরপর পুলিশ তাদের সেখান থেকে সরিয়ে দিলে আন্দোলনকারীরা আখালিয়া এলাকায় অবস্থান নেয়। এ সময় পুলিশের সাথে তাদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরে পুলিশ টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এ সময় বিক্ষুব্ধ ছাত্ররাও পুলিশের দিকে ইটপাটকেল ছুঁড়তে থাকে।
আরও পড়ুনতখন বিভিন্ন অলি-গলিতেও সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এ ঘটনায় কয়েকজনকে আটক করেছে পুলিশ। এছাড়াও অনেকে আহত হয়েছেন।
মন্তব্য করুন