ভিডিও শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫

দর্শনায় সীমান্তে ৪ কোটি টাকার স্বর্ণের বার উদ্ধার

দর্শনায় ৪ কোটি টাকার স্বর্ণের বার উদ্ধার

চুয়াডাঙ্গার সীমান্তবর্তী দর্শনা এলাকায় চোরাচালানের সময় অভিযান চালিয়ে চার কেজি ওজনের চারটি স্বর্ণের বার উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় আটক করা হয়েছে দুই চোরাকারবারীকে।

বুধবার দুপুরে দর্শনা পৌর শহরের কাঁচাবাজার এলাকা থেকে স্বর্ণসহ তাদেরকে গ্রেপ্তার করা হয়।

 

আটককৃতরা হলেন- দর্শনা পৌর এলাকার শ্যামপুর গ্রামের রহেল মণ্ডলের ছেলে রেজাউল ইসলাম (৪৬) ও ইউসুফ আলীর ছেলে ইস্রাফিল হোসেন (৩৬)।

আরও পড়ুন

বিকালে জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক ফেরদৌস ওয়াহিদ বিষয়টি নিশ্চিত করে বলেন, স্বর্ণ চোরাচালানের গোপন তথ্যের ভিত্তিতে দর্শনা পৌর এলাকার হঠাৎপাড়া রেলক্রসিং এর সামনে অভিযান চালায় জেলা গোয়েন্দা পুলিশের একটি দল। এসময় একটি মোটরসাইকেলের গতিবিধি সন্দেহ হলে তাদের থামার জন্য সংকেত দেওয়া হয়। পুলিশের সংকেত অমান্য করে পালানোর চেষ্টা করলে মোটরসাইকেলটি ধাওয়া করা হয়। মোটরসাইকেলটি দর্শনা কাঁচাবাজার এলাকায় পৌঁছালে গাড়িটি গতিরোধ করা হয়। তখন মোটরসাইকেল ফেলে পালানোর চেষ্টা করলে ধাওয়া দিয়ে রেজাউল ও ইস্রাফিলকে আটক করা হয়। তাদের মধ্যে রেজাউলের দেহ তল্লাশি করে কোমড়ের বেল্টের সাথে জড়ানো একটি কাপড়ের ব্যাগ জব্দ করা হয়। ওই ব্যাগের ভেতর থেকে উদ্ধার করা হয় চারটি স্বর্ণের বার।

 
 

চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) নাজিম উদ্দীন আল আজাদ বলেন, উদ্ধারকৃত চারটি স্বর্ণের বারের ওজন চার কেজি ২৫ গ্রাম। যার আনুমানিক মূল্য ৩ কোটি ৮০ লাখ টাকা। অভিযুক্তদের বিরুদ্ধে দর্শনা থানায় মামলা দায়েরের কার্যক্রম চলছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ ও চীন হাতে হাত রেখে এগিয়ে যাবে: প্রধান উপদেষ্টা

সবাই মিলে কিশোরগঞ্জকে আমরা নান্দনিক ও গ্রীন-ক্লিন করবো

বগুড়ার বিশিষ্ট ব্যবসায়ী ঈসার দাফন সম্পন্ন

নির্বাচনি দায়িত্ব পালনে অবহেলা-অপরাধে সাজা বাড়ছে

তারুণ্যের উৎসব উদযাপনে রংপুরে কাবাডি খেলায় গঙ্গাচড়া মডেল স্কুল চ্যাম্পিয়ন

নারায়ণগঞ্জে ৪ শতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করলো তিতাস