নিউজ ডেস্ক
প্রকাশ : ৩১ জুলাই, ২০২৪, ০৫:৫৮ বিকাল
কল্যাণপুরে মিজান টাওয়ার ঘিরে রেখেছে পুলিশ

কল্যাণপুরে মিজান টাওয়ার ঘিরে রেখেছে পুলিশ
নিউজ ডেস্ক: রাজধানীর কল্যাণপুর ইবনে সিনা হাসপাতালের পাশে মিজান টাওয়ারের একটি ফ্ল্যাটে বোমাসদৃশ বস্তুর সন্ধান পেয়েছে পুলিশ।
বুধবার (৩১ জুলাই) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিরপুর বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার মাসুক মিয়া এ তথ্য নিশ্চিত করেন।
আরও পড়ুনতিনি বলেন, ‘গোপন খবরের ভিত্তিতে পুলিশ জানতে পারে কল্যাণপুরের মিজান টাওয়ারে একটি মেসে বোমা আছে। পরে মিরপুর থানা পুলিশ মেসে তল্লাশি চালিয়ে বোমাসদৃশ একটি বস্তু পেয়ে সেটি ঘিরে রাখে।’
এ বিষয়ে ডিএমপি কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের উপপুলিশ কমিশনার (ডিসি) মিশুক চাকমা বলেন, ‘কল্যাণপুরে একটি ফ্ল্যাটে বোমাসদৃশ বস্তুর সন্ধান পাওয়া গেছে জানার পর ঘটনাস্থলে সিটিটিসির একটি টিম আমরা পাঠিয়েছি। এ ব্যাপারে এখনই বিস্তারিত বলতে পারছি না।’
মন্তব্য করুন