ভিডিও বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫

গাইবান্ধার সাঘাটায় এবার বন্যায় কৃষিতে ক্ষতি ১২ কোটি ১৬ লাখ টাকা 

গাইবান্ধার সাঘাটায় এবার বন্যায় কৃষিতে ক্ষতি ১২ কোটি ১৬ লাখ টাকা --ছবি: দৈনিক করতোয়া

সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি : গাইবান্ধার সাঘাটায় বন্যায় কৃষিতে ১২ কোটি ১৬ লাখ টাকার ক্ষতি হয়েছে। বন্যার পানি নেমে যাওয়ার পর মাঠের পর মাঠ জমিতে নষ্ট ক্ষেত পড়ে আছে। সাঘাটা উপজেলা কৃষি অধিদপ্তর সূত্রে জানা যায়, দু’দফা বন্যায় ৫৩৪ হেক্টর জমির ফসল নষ্ট হয়েছে। এর মধ্যে আউশ ২৩৬ হেক্টর, শাকসবজি ৮০ হেক্টর, পাট ১৮১ হেক্টর, ভুট্টা ১৩ হেক্টর ও বীজতলা ২৪ হেক্টর জমির ফসল নষ্ট হয়।

 এতে উপজেলায় অন্তত ৯ হাজার কৃষক আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। পাট আর ভুট্টা চাষ করে প্রতিবারই লাভের মুখ দেখেন কৃষকরা। বিগত দিনের মতো এবারও লাভের আশা ছিল তাদের। তাই প্রায় সব জমিতে পাট লাগিয়েছিলেন তারা।

ক্ষেতে ক্ষেতে পাটগাছ কেবল এক বুক ও মাথা সমান হয়েছে, কোন কোনো ক্ষেতের পাটগাছ পরিপক্ব হয়েছে মাত্র, আর কয়েকটা দিন পরেই কেটে জাগ (পঁচানো) দেওয়ার কথা। এমন সময় আসে বন্যা। সেই বন্যার পানির নিচে ১০ দিনের বেশি সময় ধরে থেকে নষ্ট হয়ে গেছে সমস্ত ক্ষেতের পাটগাছ।

জানা যায়, যমুনা তীরবর্তী ও নদী বেষ্টিত উপজেলার চরাঞ্চল কাঠুর, নলছিয়া, গুয়াবাড়ী, পাতিলবাড়ী, গাড়ামাড়া, হলদিয়া, হাটবাড়ী, সাথালিয়া, গোবিন্দী, গোবিন্দপুর, বাঁশহাটা, বুগারপটল, হাসিলকান্দি, চিনিরপটল, খামারপবনতাইড়, দীঘলকান্দি, এলাকায় পাট, ভুট্টা, আউশ, তিল ও শাকসবজির আবাদ বেশি করা হয়। প্রতিবছর বন্যার আগেই ফসল ঘরে তোলে কৃষকরা। কিন্তু এবার বন্যা একটু আগেই আসায় তলিয়ে নষ্ট হয়ে যায় কৃষকের উঠতি ফসল।

আরও পড়ুন

ক্ষতিগ্রস্ত পাট ক্ষেতে গেলে এলাকার কৃষকরা জানান, পাট আবাদের পাশাপাশি করলা, মরিচ, লাউ, পটোল, তিল, কুমড়া, শসাসহ বিভিন্ন সবজির আবাদও নষ্ট হয়ে গেছে। এতে আমাদের অনেক আর্থিক ক্ষতি হয়েছে এ বন্যায়। সরকার কৃষি প্রণোদনা দিয়ে সহযোগিতা করলে ক্ষতি কাটিয়ে ঘুরে দাঁড়ানো সম্ভব।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সাদেকুজ্জামান জানান, সরকারিভাবে ক্ষতিগ্রস্ত কৃষকদের সহযোগিতার ব্যাপারে এখনো কোনো বরাদ্দ আসেনি। তবে কৃষিতে ক্ষতির পরিমাণ নিরূপণ করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রতিবেদন পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ফের ককটেল বিস্ফোরণ, আহত ১

১৮ জুলাই মোবাইলে ১ জিবি ইন্টারনেট ফ্রি

বৃহস্পতিবার সারাদেশে আলিম ও কারিগরি বোর্ডের এইচএসসি পরীক্ষা স্থগিত

নির্বাচনে শাপলা প্রতীক নয়, ইসির নীতিগত সিদ্ধান্ত

কুড়িগ্রামের উলিপুরের চরাঞ্চলের গ্রাহকরা সৌর বিদ্যুৎ নিয়ে বিপাকে

ঠাকুরগাঁওয়ে লোমহর্ষক দস্যুতা আট লাখ টাকা লুটের ঘটনায় গ্রেফতার ৩