ভিডিও শনিবার, ১২ জুলাই ২০২৫

মোটরসাইকেল চুরির মামলায় ছাত্রলীগ নেতা গ্রেফতার

মোটরসাইকেল চুরির মামলায় ছাত্রলীগ নেতা গ্রেফতার

সিলেটে মোটরসাইকেল চুরিসহ বিভিন্ন মামলায় মহানগর ছাত্রলীগ নেতা নাজিম আহমদকে গ্রেফতার করেছে পুলিশ।শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে সিলেট সদর উপজেলার শিবের বাজারে অভিযান চালিয়ে প্রাইভেটকারসহ নাজিম আহমদকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে দা, রড ও অন্যান্য দেশীয় অস্ত্র জব্দ করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান।

নাজিম আহমদ জালালাবাদ থানার মইয়ারচর নয়া কুরমখলার তছির উদ্দিনের ছেলে। তিনি সিলেট মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাঈম আহমদের অনুসারী।

জানা যায়, নাজিমের বিরুদ্ধে চিনি, বর্ডার হয়ে আসা অন্যান্য অবৈধ পণ্য পাচার করার অভিযোগে সিলেটের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। এছাড়া সিলেট নগরীতে ছিনতাইকারীদের বড় একটি গ্রুপ নিয়ন্ত্রণ করেন তিনি।

আরও পড়ুন

 

সর্বশেষ গত ১০ জুলাই মইয়াচর নয়াকুরুম খলার ইফতেখার হোসেন ইফতির বাসা থেকে তার জিক্সার মনটোন মডেলের মোটরসাইকেল চুরি হয়। এ ঘটনায় ১৭ জুলাই নাজিমকে সন্দেহভাজন আসামি করে মামলা করে ইফতি। গত শুক্রবার পুলিশ অভিযান চালিয়ে নাজিমকে গ্রেফতার করে।

ওসি মোহাম্মদ মিজানুর রহমান বলেন, মোটরসাইকেল চুরির অভিযোগে নাজিম আহমদকে গ্রেফতার করা হয়েছে। পাঁচ দিনের রিমান্ড চেয়ে আদালতে তাকে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিটফোর্ডে ব্যবসায়ীকে হত্যা: গ্রেফতার টিটন ৫ দিনের রিমান্ডে

কুমিল্লায় গলাকাটা যুবকের লাশ উদ্ধার

চাঁদাবাজি নয়, লেনদেনের দ্বন্দ্বে খুন হন সোহাগ: পুলিশ

রেমিট্যান্স যোদ্ধাদের সম্মান জানিয়ে শিরোনামহীনের গান

পুরোনো রাজনীতিতে ফেরা অতটা সহজ হবে না : নাহিদ ইসলাম

ভেস্তে যাওয়ার পথে গাজার যুদ্ধবিরতি আলোচনা