ভিডিও শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

পাবনার চাটমোহরে বস্তায় আদা চাষে ঝুঁকেছে চাষিরা

পাবনার চাটমোহরে বস্তায় আদা চাষে ঝুঁকেছে চাষিরা, ছবি সংগৃহীত

চাটমোহর (পাবনা) প্রতিনিধি : চড়া দাম ও বাড়তি আয়ের আশায় চাটমোহরের চাষিরা বস্তায় আদা আবাদের দিকে ঝুকেছেন। কৃষি অফিস সূত্রে জানা যায়, উপজেলায় চলতি মৌসুমে বস্তায় আদা চাষ করেছেন কৃষকরা। মথুরাপুর, ডিবিগ্রাম, ছাইকোলা, পার্শ্বডাঙ্গাসহ বিভিন্ন ইউনিয়নে সবমিলিয়ে প্রায় এ বছর দশ হাজার বস্তায় আদা চাষ হয়েছে।

ছাইকোলা গ্রামের আতিকুর রহমান জানান, এই প্রথম বস্তায় আদা চাষ করেছি। মাটির সাথে গোবর সার, খৈল, ছাই, জিংক মিশিয়ে ৩শ’ বস্তা মাটি প্রস্তত করেছি। ৩৫০ টাকা কেজি দরে ২২ কেজি থাইল্যান্ডের বীজ আদা সংগ্রহ করেন দিনাজপুর থেকে। গত এপ্রিল মাসের প্রথম দিকে আদার কন্দগুলো রোপণ করি বস্তার মাটিতে। 
তিনি আরও বলেন, মাঠের জমিতে আদা চাষ করা সম্ভব নয় বিধায় বাড়ির উঠানেই আদা চাষ করছি। রোপণের আট মাস পর আদা সংগ্রহ করা যাবে। বস্তা প্রতি এক কেজি করে আদা পেলেও ৩শ’ কেজি আদা পাওয়ার আশা প্রকাশ করেছেন।

আরও পড়ুন

এসব আদার যার বর্তমান বাজারমূল্য প্রায় ৮০ থেকে ৮৫ হাজার টাকা। উপজেলা কৃষি কর্মকর্তা এএ মাসুম বিল্লাহ জানান, এপ্রিল-মে মাস আদার কন্দ রোপণের উপযুক্ত সময়। আদা মূলতঃ পাহাড়ি এলাকায় ভাল হয়। বস্তায় আদা চাষ করলে আলাদা জমি অপচয় হয় না। বস্তার মাটি নিয়ন্ত্রণ করা সহজ হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুপুরের মধ্যে ৭ জেলায় ঝড়ের আভাস

গাজার মানুষ নিরাপদে থাকুক, এটাই চাই: ট্রাম্প

এবার নিজের নামে সুগন্ধি আনলেন ট্রাম্প

পাবনায় বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ৩

জবি থেকে ইউনিভার্সিটি অব মিনেসোটা টুইন সিটিজ, স্বপ্ন পূরণ প্রতীতি সাহা'র

চট্টগ্রামের প্রবীণ আইনজীবী বীর মুক্তিযোদ্ধা মির্জা কছির উদ্দিন আহমেদ মারা গেছেন