মান্দায় মোটরসাইকেলসহ ১৪৪ বোতল ফেনসিডিল উদ্ধার

মান্দা (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর মান্দায় ঈদ উল আজহাকে সামনে রেখে ট্রাফিক ও পুলিশের যৌথ চেকপোস্টে আজ সোমবার (১০ জুন) দুপুরে নওগাঁ-রাজশাহী মহাসড়কের মান্দা ফেরিঘাট এলাকায় ১৪৪ বোতল ফেনসিডিলসহ এ্যাপাচি আরটিআর নামের রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেলটি জব্দ করে পুলিশ।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আজ সোমবার (১০ জুন) দুপুরে দেলুয়াবাড়ির দিক থেকে একটি মোটরসাইকেলকে থামানোর জন্য সিগন্যাল দেন ট্রাফিক পুলিশ। অবস্থা বেগতিক দেখে মোটরসাইকেলটি ফেলে দুই আরোহী দৌঁড়ে পালিয়ে যায়।
আরও পড়ুনপরে ওই মোটরসাইকেলে তল্লাশি চালিয়ে সাইডবক্স ও সিটের নিচ থেকে ১৪৪ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক কাজী বিষয়টির সত্যতা নিশ্চিত করেন।
মন্তব্য করুন