নিউজ ডেস্ক
প্রকাশ : ০৯ জুন, ২০২৪, ১১:১৮ দুপুর
বগুড়া শহরের কালভার্টের পাশ থেকে যুবকের লাশ উদ্ধার
স্টাফ রিপোর্টারঃ বগুড়া শহরের উপকণ্ঠে সাবগ্রামের কুশসা এলাকায় একটি কালভার্টের পাশ থেকে আনুমানিক ২৬ বছর বয়সী এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। আজ রোববার ৯ জুন সকালে পুলিশ সেখান থেকে তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। বগুড়া সদর থানার ওসি মো,সাইহান ওলিউল্লাহ জানান, আজ সকাল পোনে সাতটার দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন পেয়ে সদর থানার পুলিশের একটি দল কুরশাপাড়া এলাকায় যায়। এরপর সেখানে দ্বিতীয় বাইপাস সড়কে একটি কালভার্টের পাশে খালের পানির মধ্যে ডুবে থাকা অবস্থায় অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার করা হয়। এরপর ময়না তদন্তের জন্য লাশটি ওই হাসপাতালের মর্গে পাঠানো হয়। তাকে পরিকল্পিতভাবে হত্যা করে সেখানে তার লাশ ফেলে রাখা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে আজ সকাল দশটা পর্যন্ত তার পরিচয় পাওয়া যায়নি। পুলিশ তার পরিচয় উদ্ঘাটনসহ হত্যাকাণ্ডের জড়িতদের খুঁজে বের করার চেষ্টা চালাচ্ছে।
মন্তব্য করুন