ভিডিও শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫

বগুড়ার সোনাতলায় সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ১

বগুড়ার সোনাতলায় সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ১

সোনাতলা (বগুড়া) প্রতিনিধি: সোনাতলায় ট্রাক ও সিএসজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক ব্যবসায়ী নিহত ও গুরুতর আহত হয়েছে সিএনজি চালক। আহত ব্যক্তিকে মুমূর্ষ অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এলাকাবাসী ও থানা সূত্রে জানা গেছে, সোনাতলা সদর ইউনিয়নের মন্ডমালা গ্রামের মৃত হারেজ উদ্দিন আকন্দের ছেলে ও সোনাতলা বড় বাজারের মরিচ ব্যবসায়ী ইয়াদুল ইসলাম আকন্দ (৪০) মরিচ কেনার জন্য আজ শনিবার (১৩ সেপ্টেম্বর) ভোর রাতে মহাস্থান বাজারে যাওয়ার জন্য একটি সিএনজিচালিত অটো রিকশা যোগে রওয়ানা দেয়।

রওয়ানা দেয়ার মিনিট পাঁচেকের মধ্যেই অটোরিকশাটি বোচারপুকুর বাসস্ট্যান্ড এলাকায় ৪ মাথা মোড়ে পৌছে। এসময় সামনে থেকে আসা একটি দ্রুতগামী ট্রাক সজোরে ওই সিএনজিকে ধাক্কা দেয়। এতে করে সিএনজিটি দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলেই মরিচ ব্যবসায়ী ইয়াদুল ইসলাম মারা যায়। গুরুতর আহত হয় একই উপজেলার বাগবাড়ি এলাকার সিএনজি চালক বজলুর রহমান (৩৮)।

আরও পড়ুন

স্থানীয় লোকজন তাকে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে প্রথমে সোনাতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। সেখানে তার অবস্থার অবনতি হলে আশংকাজনক অবস্থায় তাকে বগুড়ার শজিমেক হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় অজ্ঞাতনামা এক ট্রাক ড্রাইভারকে আসামি করে থানায় মামলা দায়ের করা হয়েছে।

এ বিষয়ে সোনাতলা থানার অফিসার ইনচার্জ রওশন কবীর বলেন, সোনাতলা-মোকামতলা সড়কের বোচারপুকুর নামক স্থানে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। ট্রাক চালক নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে সিএনজিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই ওই ব্যবসায়ী মারা যায়। এ বিষয়ে সোনাতলা থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পুলিশ ওই ঘাতক ট্রাক ড্রাইভারকে খুঁজে বের করতে মাঠে কাজ করছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার শেরপুরে স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে শারিরিক সম্পর্কের ভিডিও ছড়িয়ে দেয়ার হুমকি

গাইবান্ধার সুন্দরগঞ্জে ট্রেনে কাটা অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

নাটোরে দীঘিতে বিষ প্রয়োগে ১২ লাখ টাকার মাছ নিধন

সংগীতশিল্পী ফরিদা পারভীন আর নেই

ভারতের আগে দেশের মানুষ ইলিশ খাবে - মৎস্য উপদেষ্টা

বগুড়ার শিবগঞ্জে রহবল হাইস্কুলের প্রধান শিক্ষক মাসাধিকাল ধরে কর্মস্থলে অনুপস্থিত