ভিডিও বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫

সুজানগরে কৃষিপণ্য পরিবহণে জনপ্রিয় হয়েছে ঘোড়ার গাড়ি

ছবি: দৈনিক করতোয়া

সুজানগর (পাবনা) প্রতিনিধি : পাবনার সুজানগরে কৃষিপণ্য পরিবহণে জনপ্রিয় হয়ে উঠছে ঘোড়ার গাড়ি। উপজেলার অধিকাংশ গ্রাম-গঞ্জে কৃষিপণ্য পরিবহণ করতে এর ব্যাপক ব্যবহার লক্ষ্য করা যাচ্ছে।

উপজেলার ভায়না ইউপি চেয়ারম্যান আমিন উদ্দিন বলেন, একসময় ঘোড়ার গাড়ি ছিল এ জনপদের মানুষের অতি প্রয়োজনীয় বাহন। সেসময় সকল শ্রেণি পেশার মানুষ ঘোড়ার গাড়িযোগে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাতায়াতের পাশাপাশি বিভিন্ন মালামাল ও কৃষিপণ্য বহন করতেন। কিন্তু কালের পরিক্রমায় যন্ত্রচালিত যানবাহন আবিষ্কারের ফলে ঘোড়ার গাড়ি প্রায় বিলুপ্ত হয়ে যায়।

স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন বলেন, ইদানিং কৃষিপণ্য ও মালামাল পরিবহনে আগের মতো আবার ঘোড়ার গাড়ির ব্যবহার বাড়ছে। বিশেষ করে ইঞ্জিন চালিত যানবাহনের চেয়ে ঘোড়ার গাড়িতে কৃষিপণ্য বহনে টাকা সাশ্রয় হওয়ায় কৃষকরা ঘোড়ার গাড়ি ব্যবহার করছেন।

আরও পড়ুন

তাছাড়া গ্রাম-গঞ্জে কৃষিপণ্য বহনে ইঞ্জিন চালিত যানবাহনের চেয়ে ঘোড়ার গাড়িই সুবিধার বলে উপজেলার মানিকহাট গ্রামের কৃষক মোসলেম উদ্দিন খান জানান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘প্রিয় ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীবৃন্দ, আমি বরাবরই আপনাদের ভালোবাসায় ঋণী- ছাত্রদল প্রার্থী হামীম

‘পরিকল্পিত প্রহসন প্রত্যাখ্যান করলাম’-আবিদুল ইসলাম খান

৫ কেন্দ্রের ফলাফলে বিপুল ভোটে এগিয়ে সাদিক কায়েম

সুফিয়া কামাল হলে সাদিক কায়েম ১২৭০, উমামা ৫৪৭

অমর একুশে হলে সাদিক কায়েম পেয়েছেন ৬৪৪ ভোট, আবিদ ১৪১

উৎসবমুখর পরিবেশে ডাকসুর ভোটগ্রহণ শেষে চলছে গণনা, ফল ঘোষণায় বিলম্ব