ভিডিও বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫

বগুড়ার গাবতলীতে কৃষক লীগের সাবেক উপজেলা সভাপতিকে কুপিয়েছে সন্ত্রাসীরা

বগুড়ার গাবতলীতে কৃষক লীগের সাবেক উপজেলা সভাপতিকে কুপিয়েছে সন্ত্রাসীরা, ছবি: সংগৃহীত

স্টাফ রিপোর্টার : বগুড়ার গাবতলী উপজেলা কৃষক লীগের সাবেক সভাপতি হযরত আলীকে (৩৪) কুপিয়েছে সন্ত্রাসীরা। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) বিকেলে উপজেলার নেপালতলী ইউনিয়নের আকন্দপাড়ায় এ ঘটনা ঘটে। তাকে আশঙ্কাজনক অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি উপজেলার জয়ভোগা এলাকার আব্দুল খালেকের ছেলে।

আহত হযরত আলীর ভাই খায়রুল ইসলাম লিখন জানান, আজ বিকেল সাড়ে ৪টার দিকে তার ভাই আকন্দপাড়ায় বাড়ির অদূরে জমিতে কৃষি কাজ করছিলেন। এসময় ১৫-২০ সন্ত্রাসী সেখানে এসে তার ওপর হামলা চালায়। সন্ত্রাসীরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কোপায় এবং লাঠিসোটা ও লোহার রড দিয়ে পিটিয়ে দুই হাত ও দুই পা ভেঙে দেয়। এতে তিনি জ্ঞান হারিয়ে ধানের জমিতে পড়েছিলেন। পরে সন্ধ্যা ৬টার দিকে পরিবারের লোকজন জানতে পেরে তাকে উদ্ধার করে ওই হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করে দেন।

খায়রুল ইসলাম লিখন আরও জানান, রাজনৈতিক প্রতিহিংসার শিকার হন তার ভাই। রাজনৈতিক দলের প্রতিপক্ষ তার ভাইয়ের ওপর এই হামলা চালায়। তার ভাইয়ের অবস্থা আশঙ্কাজনক।

আরও পড়ুন

গাবতলী মডেল থানার ওসি আশিক ইকবাল জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। হামলাকারীদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ ও চীন হাতে হাত রেখে এগিয়ে যাবে: প্রধান উপদেষ্টা

সবাই মিলে কিশোরগঞ্জকে আমরা নান্দনিক ও গ্রীন-ক্লিন করবো

বগুড়ার বিশিষ্ট ব্যবসায়ী ঈসার দাফন সম্পন্ন

নির্বাচনি দায়িত্ব পালনে অবহেলা-অপরাধে সাজা বাড়ছে

তারুণ্যের উৎসব উদযাপনে রংপুরে কাবাডি খেলায় গঙ্গাচড়া মডেল স্কুল চ্যাম্পিয়ন

নারায়ণগঞ্জে ৪ শতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করলো তিতাস