ভিডিও সোমবার, ০৭ জুলাই ২০২৫

রাজধানী সবুজবাগে ব্যবসায়ীকে গুলি ও কুপিয়ে হত্যা

নয়ন আহম্মেদ রমজান (৩৫)

রাজধানীর সবুজবাগ বাইগদিয়া এলাকায় নয়ন আহম্মেদ রমজান (৩৫) নামে এক ব্যবসায়ীকে গুলি ও ধারালো অস্ত্রের আঘাতে হত্যার অভিযোগ করেছে পরিবার।

রমজান কুমিল্লার মুরাদনগর থানার বোড়ার চর গ্রামের আব্দুল কুদ্দুস মিয়ার ছেলে। বর্তমানে সবুজবাগ এলাকায় থাকেন। তিনি বালু ভরাটের ড্রেজার ব্যবসায়ী ছিলেন জানিয়েছেন স্বজনরা।

 

বুধবার (৩০ অক্টোবর)  বেলা তিনটার দিকে এই ঘটনাটি ঘটে। এতে ঘটনাস্থলে মারা যান ওই ব্যবসায়ী। পরে গত রাতের দিকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠিয়েছে পুলিশ।

আরও পড়ুন

সুরতহাল প্রস্তুতকারী সবুজবাগ থানার উপ পরিদর্শক (এস আই) জাহাঙ্গীর আলম বলেন, ‘তার মাথা এবং শরীরের বিভিন্ন জায়গায় গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে এবং বুকে একটি ছিদ্র রয়েছে যেটি দেখে মনে হচ্ছে এটি গুলির চিহ্ন। ময়নাতদন্তের রিপোর্ট পেলে বিস্তারিত জানা যাবে।’

এ বিষয়ে জানতে চাইলে সবুজবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ ইয়াসিন আলী বলেন, ‘গতকাল তাকে চাঁদাবাজি করার সময় স্থানীয় জনতা গণপিটুনি দিয়ে হত্যা করে। তার নামে সবুজবাগ মুগদা থানা এলাকায় হত্যা ডাকাতি চাঁদাবাজি ও অস্ত্র আইনে ২১টি মামলা রয়েছে। তাকে গুলি করে হত্যা করেছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এখন পর্যন্ত এরকম কোন কিছু আমাদের কাছে নেই তবে আমাদের সুরতহাল প্রতিবেদনকারী অফিসার বলতে পারবে তাঁর শরীরে কোথায় কোথায় আঘাত আছে বা গুলির কোন চিহ্ন আছে কিনা।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমরা নির্বাচন চাই সংস্কার ও জুলাই ঘোষণাপত্রসহ-রাজশাহীতে হাসনাত আবদুল্লাহ

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত ৩১৭

বিএনপিকে ‘সংস্কারবিরোধী’ বলে পরিকল্পিতভাবে অপপ্রচার চালাচ্ছে: মির্জা ফখরুল

ইসলামিক এনজিওগুলোকে সামাজিক ব্যবসায় এগিয়ে আসার আহ্বান প্রধান উপদেষ্টার

কোনো দেশে প্রধানমন্ত্রীর মেয়াদ নির্ধারিত থাকার নজির নেই: সালাহউদ্দিন

হারুন-বিল্পবের বিরুদ্ধে মামলা করেছি তাদেরকে দ্রুত গ্রেপ্তার করুন