কুড়িগ্রামের রাজারহাটে কিশোরীর শ্লীলতাহানি, ভ্রাম্যমাণ আদালতে যুবকের ৬ মাসের কারাদন্ড
রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের রাজারহাটে কিশোরীর শ্লীলতাহানির ঘটনায় ভ্রাম্যমাণ আদালতে আল আমীন (২২) নামে এক যুবকের ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে। দন্ডপ্রাপ্ত যুবক উপজেলার চাকিরপশার ইউনিয়নের সোনাবর গ্রামের সফর আলীর ছেলে।
পুলিশ জানায়, গতকাল সোমবার সন্ধ্যায় ঘটনার সময় কিশোরীর চিৎকারে এলাকাবাসী ছুটে এসে যুবককে আটক করে পুলিশে খবর দেয়।
খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার আশাদুল হকসহ পুলিশ ঘটনাস্থলে গিয়ে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে আল আমীনকে জিজ্ঞাসাবাদ করলে সে ঘটনার সত্যতা স্বীকার করে।
আরও পড়ুনপরে ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট তাকে ৬মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। রাজারহাট থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজা বিষয়টি নিশ্চিত করেছেন।
মন্তব্য করুন