বগুড়ার কাহালু পৌর এলাকায় ব্যাপকহারে পানির বিলের মিটার চুরি

কাহালু (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার কাহালু পৌর এলাকায় পানি সরবরাহের লাইন থেকে পানির বিলের শতাধিক মিটার চুরি হয়ে গেছে। জানা গেছে, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আওতায় কাহালু পৌর এলাকায় সুপেয় পানি সরাবরাহের লক্ষ্যে এ পর্যন্ত দুই হাজার গ্রাহককে সংযোগ প্রদান করা হয়েছে।
এছাড়া পানির সংযোগ লাইন স্থাপনের সময় গ্রাহকের বাড়ির সামনে বা পিছনে পানি ব্যবহারের বিল নির্ধারণের জন্য মিটার লাগিয়ে দেওয়া হয়। কিন্তু পানি সরবরাহ শুরু না হতেই প্রায় প্রতিদিন রাতে পৌর এলাকার বিভিন্ন গ্রাম বা মহল্লা থেকে পানির মিটার চুরি হয়ে যাচ্ছে। এ পর্যন্ত শতাধিক মিটার চুরি হয়ে গেছে।
এ বিষয়ে আজ মঙ্গলবার (২৯ অক্টোবর) কাহালু উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী কাশফুন নাহার বলেন, মিটার চুরির সংবাদ তিনি জানতে পেরেছেন, বিষয়টি থানা পুলিশকে জানানো হয়েছে।
আরও পড়ুনকাহালু থানার ওসি মো. শাহিনুজ্জামান বলেন, এই মিটার চোরচক্রের বিরুদ্ধে পুলিশের অভিযান শুরু হয়েছে। ইতোমধ্যে চোরচক্রের একাধিক সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। সেইসাথে দু’টি চোরাই মিটার উদ্ধার করা হয়েছে।
মন্তব্য করুন