ভিডিও মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫

হবিগঞ্জে ডাকাতি করতে গিয়ে মা-মেয়েকে হত্যা; ৩ জনের মৃত্যুদণ্ড 

হবিগঞ্জে ডাকাতি করতে গিয়ে মা-মেয়েকে হত্যা; ৩ জনের মৃত্যুদণ্ড 

নিউজ ডেস্ক:  হবিগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ ইয়াছির আরাফাত বাহুবলে মা-মেয়েকে গলা কেটে হত্যার দায়ে তিনজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন। মঙ্গলবার (২৯ অক্টোবর) দুপুরে এ আদেশ দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন-সিলেট জেলার গোয়াইঘাট উপজেলার সালুটিকর এলাকার আলমগীর মিয়ার ছেলে আমির হোসেন (৩৫), হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার নোয়া ঐ গ্রামের মহিব উল্লার ছেলে মনির মিয়া (২২) ও হাজিমাদাম গ্রামের টেনু মিয়ার ছেলে আব্দুল হান্নান (৪০)।

মামলার বিবরণে জানা যায়, বাহুবল উপজেলার দ্বিগাম্বর বাজারের কাছে একটি ভাড়া বাসায় থাকতেন কাঁচামাল ব্যবসায়ী সনজিত দাসের স্ত্রী অঞ্জলি দাস (৩০) ও তার মেয়ে পূজা রানী দাস (৮)। ২০২১ সালের ১৮ মার্চ মধ্যরাতে একদল ডাকাত তাদের ঘরে ঢুকে। এ সময়  চিনে ফেলায় মা ও মেয়েকে গলা কেটে হত্যা করে স্বর্ণালংকারসহ মালামাল লুট করে নিয়ে যায় তারা।

এ ঘটনায় সনজিত দাস বাদী হয়ে একটি হত্যা মামলা করেন। মামলাটি দীর্ঘ তদন্তের পর বাহুবল থানার তৎকালীন পরিদর্শক (তদন্ত) প্রজিৎ কুমার দাস ২০২২ সালের ৩১ আগস্ট উল্লেখিত তিনজনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন। মামলায় ২০ জন স্বাক্ষীর স্বাক্ষ্য নেওয়া হয়।

আরও পড়ুন

মামলার প্রেক্ষিতে ২০২২ সালের ৩১ আগস্ট মামলার তদন্তকারী কর্মকর্তা প্রজিত সরকার তিনজনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন। আদালত ২০ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আজ দুপুরে এই রায় দেন।

হবিগঞ্জের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (পিপি) ও রাষ্ট্রপক্ষের আইনজীবী হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, রায়ে রাষ্ট্রপক্ষ সন্তোষ প্রকাশ করেছে। আমরা চাই প্রয়োজনীয় কাজ শেষে দ্রুত রায় কার্যকর করা হোক।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুলাইয়ের নারীদের শ্রদ্ধায় ঢাবিতে অনন্য ড্রোন শো

রংপুরের কাউনিয়ায় ঘরে ঢুকে শ্লীলতাহানির চেষ্টা যুবক গ্রেফতার

নাটোরের বাগাতিপাড়ায় সড়ক প্রকল্পে অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান

রাজাকার রাজাকার স্লোগানে ফের উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয়

বিচারিক আদালতে তারেক-জুবাইদার বিচার নিরপেক্ষ হয়নি : হাইকোর্ট

বগুড়ার ধুনটে অপহৃত মাদরাসাছাত্রী পাঁচ দিন পর উদ্ধার, পল্লী চিকিৎসক গ্রেফতার