নিউজ ডেস্ক: কিশোরগঞ্জের ইটনা উপজেলার মৃগা ইউনিয়নের আমিরগঞ্জ বাজারের পাশে নিজাম উদ্দিনের বাড়িতে অভিযান চালিয়ে বিদেশি মদ, ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ এক নারীকে আটক করেছে সেনাবাহিনী।
মঙ্গলবার (১ অক্টোবর) দুপুরে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
সেনাবাহিনীর ইটনা ক্যাম্প সূত্রে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে ক্যাম্পের কমান্ডার ক্যাপ্টেন মো. মাহফুজুল ইসলামের নেতৃত্বে একটি দল উপজেলার মৃগা ইউনিয়নের আমিরগঞ্জ বাজারের পাশে নিজাম উদ্দিনের বাড়িতে অভিযান চালায়। এ অভিযানে ১৮ বোতল বিদেশি মদ, ১০৮ পিস ইয়াবা, ৫ গ্ৰাম গাঁজা, ১টি অবৈধ মোটরসাইকেল ও দেশীয় অস্ত্রসহ একজনকে আটক করে।
ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, অভিযান শেষে জমিলা খাতুনকে উদ্ধারকৃত মালামালসহ ইটনা থানায় হস্তান্তর করেছে সেনাবাহিনী।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।