চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় পাথরবোঝাই ট্রাকের সাথে সংঘর্ষে মোটরসাইকেল চালক নূর আমিন ওরফে আমিন বাবু (২৮) নিহত হয়েছেন। তিনি গোমস্তাপুরের পার্বতীপুর ইউনিয়নের দেওপুরা পশ্চিমপাড়া গ্রামের মৃত আয়নাল হকের ছেলে। একই ঘটনায় আহত হয়েছেন একই মোটরসাইকেল আরোহী ও নিহতের ছেলে জুনায়েদ (৫)। তাদেরকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, আজ মঙ্গলবার (১ অক্টোবর) বেলা ১১টার দিকে পার্বতীপুর ইউনিয়নের জিনারপুর থেকে দেওপুরাগামী আঞ্চলিক সড়কে ঘটনাটি ঘটে। ঘটনার পর ট্রাকের চালক যশোরের সাধনকে আটক করা হয়।
গোমস্তাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ফায়ার সার্ভিস ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে উন্নত চিকিৎসার জন্য তাদের রাজশাহী স্থানান্তর করা হয়। রাজশাহী যাবার পথে বেলা ২টার দিকে মারা যান নূর আমিন। পুলিশ মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় সড়ক পরিবহন আইনে মামলার প্রক্রিয়া চলছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।