ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ছোট রায়গ্রামে সাপের কামড়ে শিউলি দাস (২৮) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। সে উপজেলার ছোট রায়গ্রামের লিটন দাসের স্ত্রী এবং একই গ্রামের সুকুমার দাসের মেয়ে।
স্বজনরা জানায়, সোমবার (৩০ অক্টোবর) দিবাগত রাত ২ টার দিকে ঘরের বারান্দায় শুয়ে থাকা অবস্থায় একটি বিষাক্ত সাপ শিউলি দাসকে কামড় দেয়।
এরপর পরিবারের লোকজন স্থানীয় ওঝা ডেকে ঝাড়ফুঁক করে। পরে অবস্থার অবনতি হলে তাকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত শিউলি দাস দুই সন্তানের জননী।
এ ব্যাপারে কালীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু আজিফ জানান, মৃতের পরিবারের থেকে এখনো থানায় কোন তথ্য জানানো হয়নি ।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।