চুয়াডাঙ্গার দামুড়হুদার মুন্সিপুর সীমান্ত থেকে ১০ কেজি ভারতীয় রূপার গহনা উদ্ধার করেছে বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি)।
বুধবার (৪ সেপ্টেম্বর) রাত পৌনে ৯টার দিকে চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্ণেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান পিএসসি মেইলে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান।
তিনি জানান, তাঁর নির্দেশনায় মুন্সীপুর কোম্পানী কমান্ডার নায়েব সুবেদার তাপস কুমার ঘোষ সঙ্গীয় ফোর্সসহ সীমান্ত পিলার ৯২/১০-আর হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মুন্সীপুর সরদার পাড়ার তিতাব মল্লিকের ছেলে কিতাব মল্লিকের বসত বাড়ীতে অভিযান পরিচালনা করে। এ সময় কিতাব মল্লিক বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।
বিজিবি সদস্যরা বসত বাড়ি তল্লাশি করে ব্যবহৃত টিউবওয়েলের ড্রেনের ভেতর থেকে স্কচটেপ দিয়ে মোড়ানো ৮টি প্যাকেট উদ্ধার করে। ওই প্যাকেট গুলো জনসম্মুখে খুলে সেখানে থাকা রূপার গয়না উদ্ধার করে জব্দ করা হয়। রূপার গহনাগুলো ভারতে তৈরী। এগুলো পাচার হয়ে বাংলাদেশে আসছিল।
এ ব্যাপারে নায়েব সুবেদার তাপস কুমার ঘোষ বাদী হয়ে দামুড়হুদা মডেল থানায় মামলা করেছেন। উদ্ধার করা রূপার গহনাগুলো পরীক্ষা শেষে চুয়াডাঙ্গা ট্রেজারী অফিসে জমা করা হয়েছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।