স্বামী ঠাট্টা করে ‘বানর’ বলায় অভিমানে নিজেকে শেষ করে দিলেন স্ত্রী
আন্তর্জাতিক ডেস্ক : উত্তরপ্রদেশের রাজধানী লখনৌয়ে এক দুঃখজনক ঘটনা ঘটেছে, যেখানে স্বামীর ‘বানর’ বলার মন্তব্যে মানসিক আঘাত পেয়ে তন্নু সিং নামের এক নারী আত্মহত্যা করেছেন। পুলিশ জানায়, ঘটনাটি পারিবারিক পরিসরে ঘটে এবং এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।
স্থানীয় পুলিশ ও পরিবারের বরাত দিয়ে জানা গেছে, তন্নু সিং ও তার স্বামী রাহুল শ্রীবাস্তব প্রায় চার বছর আগে প্রেমের সম্পর্ক থেকে বিয়ে করেন। তারা লখনৌয়ের ইন্দিরানগর এলাকায় বসবাস করতেন। তন্নুর মডেলিংয়ে আগ্রহ ছিল।
পুলিশ সূত্রে জানা গেছে, গত বুধবার সন্ধ্যায় তন্নু ও তার পরিবার আত্মীয়ের বাড়ি সীতাপুর থেকে ফিরে এসে সবাই একসঙ্গে গল্প আর হাসি-ঠাট্টা করছিলেন। সেই সময়ে স্বামী রাহুল মজা করে তন্নুকে ‘বানর’ বলে ডেকে তাকে আঘাত করেন। এতে তন্নু দারুণ মন খারাপ হয়ে আলাদা ঘরে চলে যান।
আরও পড়ুন
পরবর্তীতে যখন তন্নুকে ডাকা হয়, তিনি সাড়া না দিলে পরিবার জানালা দিয়ে ঘরে তাকিয়ে দেখেন, তন্নু কাপড় দিয়ে বানানো ফাঁসিতে ঝুলে রয়েছেন। চিৎকারে প্রতিবেশী ও স্বামী ছুটে এসে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশ তদন্ত শুরু করেছে এবং ঘটনার সব দিক খতিয়ে দেখছে। আত্মহত্যার কারণ সম্পর্কিত পরিবারের বক্তব্য অনুযায়ী, স্বামীর এই ছোট্ট শব্দভঙ্গি তন্নুর মানসিক অবস্থা ভেঙে দেয়। তবে এখন পর্যন্ত এ ঘটনায় কেউ লিখিত অভিযোগ দায়ের করেনি।
মন্তব্য করুন

আন্তর্জাতিক ডেস্ক








